নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু কাকে বলে এবং তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু কাকে বলে সে সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in


তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু কাকে বলে ?

যে সময়ের মধ্যে কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণু সংখ্যা তার প্রারম্ভিক পরমাণু সংখ্যার ঠিক অর্ধেক হয়, সেই সময়কালকে ওই নির্দিষ্ট মৌলটির অর্ধায়ু বলে।


তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু কাকে বলে ?

মৌলের সবকটি পরমাণুর আয়ুষ্কালের সমষ্টিকে মোট পরমাণু সংখ্যা দ্বারা ভাগ করলে যে আয়ু পাওয়া যায় তাকে গড় আয়ু বলে।

গড় আয়ু = সকল পরমাণুর আয়ুষ্কালের সমষ্টি / মোট পরমাণু সংখ্যা

মৌলের অর্ধায়ু কাল (t/2) এবং গড় আয়ুর (T) মধ্যে সম্পর্ক হল —

t/2 = 0.693×T

আপনাকে অসংখ্য ধন্যবাদ! নীচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনার মতামত। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক করুন আমাদের ফেসবুক পেজ। বিভিন্ন আপডেট পাওয়ার জন্য জয়েন করুন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। শেয়ার করুন এই আর্টিকেলটি অন্যান্যদের সঙ্গে। ধন্যবাদ।