কক্ষক কাকে বলে ? | S কক্ষকের আকৃতি চিত্র

Welcome to Bigyanbook

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো কক্ষক কাকে বলে ও 'S' কক্ষকের চিত্র। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in


কক্ষক কাকে বলে ?

কক্ষক হলো নিউক্লিয়াসের বাইরে কিন্তু এর শক্তি ক্ষেত্রের মধ্যে অবস্থিত এমন একটি ত্রিমাত্রিক অঞ্চল যেখানে ইলেকট্রন কে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক।

একটি কক্ষকের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুটি।


S কক্ষকের আকৃতি চিত্র

S কক্ষকের আকৃতি চিত্র | S Orbital structure image


আপনাকে অসংখ্য ধন্যবাদ! নীচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনার মতামত। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক করুন আমাদের ফেসবুক পেজ। বিভিন্ন আপডেট পাওয়ার জন্য জয়েন করুন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। শেয়ার করুন এই আর্টিকেলটি অন্যান্যদের সঙ্গে। ধন্যবাদ।

Post a Comment (0)
Previous Post Next Post