চল তড়িৎ প্রশ্ন উত্তর

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই পোস্টে আমরা জানবো চল তড়িৎ থেকে প্রশ্ন উত্তর। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in


১) তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দু তড়িৎ বিভব এর সংজ্ঞা।

উত্তর: অসীম দুরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে তড়িৎ বলের বিরুদ্ধে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে।


২) 1 ভোল্ট বিভব এর সংজ্ঞা।

উত্তর: অসীম দুরত্ব থেকে 1 কুলম্ব ধনাত্মক আধান কে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য করতে হয় তাহলে ওই বিন্দুর বিভবকে 1 ভোল্ট বিভব বলে।


৩) একটি পরিবাহীর মধ্যে দিয়ে 7 সেকেন্ডে 49 কুলম্ব তড়িতের প্রবাহ হলে পরিবাহীতে তড়িৎপ্রবাহমাত্রার মান কত?

উত্তর: সুত্রানুযায়ী,

                          I=Q/t

                          [ I=তড়িৎপ্রবাহমাত্রা, Q=তড়িৎ আধান, t=সময়]

         দেওয়া আছে, Q=49 , t=7


সুতরাং, I=49/7 অ্যাম্পিয়ার (A)

             =7 অ্যাম্পিয়ার (A)


সুতরাং, পরিবাহীতে তড়িৎপ্রবাহমাত্রার মান 7 অ্যাম্পিয়ার (A)।


৪) একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 30 ভোল্ট। পরিবাহীতে 5A মাত্রার তড়িৎ প্রবাহ হলে পরিবাহীটির রোধ কত?

উত্তর: সুত্রানুযায়ী,

                          V=IR [V=বিভব পার্থক্য, I=তড়িৎপ্রবাহমাত্রা, R=পরিবাহীর রোধ]

দেওয়া আছে, V=30 , I=5 , R=?


সুতরাং, V=IR

              R=V/I Ω

              R=30/5 Ω

              R=6 Ω


সুতরাং পরিবাহীটির রোধ 6 ওহম।


৫) তড়িৎ কোশের অভ্যন্তরীণ রোধ বলতে কী বোঝ?

উত্তর: তড়িৎ কোশের বহিঃবর্তনীতে তড়িৎ প্রবাহ কোশের ধনাত্মক থেকে ঋনাত্মক মেরুতে এবং কোশের ভিতরে ঋনাত্মক থেকে ধনাত্মক মেরুর দিকে হয়। কোশের ভিতরের সক্রিয় তরল এই তড়িৎ প্রবাহকে বাধা দেয়। এই বাধাকে তড়িৎ কোশের অভ্যন্তরীণ রোধ বলে।


৬) অতি পরিবাহী কী? উদাহরণ দাও।

উত্তর: কিছু ধাতু বা যৌগ আছে যাদের ক্ষেত্রে উষ্ণতা কমার সঙ্গে সঙ্গে রোধাঙ্ক কমতে থাকে এবং একটি নির্দিষ্ট উষ্ণতার নীচে নিয়ে গেলে ওই পদার্থের রোধাঙ্ক শূন্য হয়ে যায়। এই ধরনের পদার্থ গুলিকে অতি পরিবাহী বলে।

উদাহরণ - পারদ, সীসা, দস্তা ইত্যাদি।


৭) তিনটি রোধের মান 5 Ω , 10 Ω এবং 15 Ω । তুল্য রোধ কত হবে যদি ওগুলোকে (ক) শ্রেণী সমবায় এবং (খ) সমান্তরাল সমবায় যুক্ত করা হয়?

উত্তর: (ক) প্রদত্ত রোধ গুলিকে শ্রেণি সমবায় যুক্ত করলে তুল্য রোধ হবে => R = R1 + R2 + R3

                              = 5 + 10 +15 Ω

                              = 30 Ω


(খ) প্রদত্ত রোধ গুলিকে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ হবে => 1/R = 1/R1 + 1/R2 + 1/R3

                             R = (R1×R2×R3)/(R1+R2+R3)

                                 = (5×10×15)/(5+10+15) Ω

                                 = 25 Ω


৮) একটি কোষের তড়িচ্চালক বলের মান কিসের উপর নির্ভর করে?

উত্তর: তড়িৎ-কোশের তড়িচ্চালক বলের মান কোশের মধ্যে বিক্রিয়াকারী তরলের রাসায়নিক প্রকৃতি এবং তড়িদ্দ্বার দুটির উপাদানের ওপর নির্ভর করে।


৯) পরিবাহী কাকে বলে?

উত্তর: যে সমস্ত পদার্থের রোধাঙ্ক খুব কম (প্রায় 10-8 Ωm থেকে 10-6 Ωm এর মধ্যে) অথবা পরিবাহিতাঙ্ক খুব বেশি তাদের পরিবাহী বলে।


১০) অন্তরক কাকে বলে?

উত্তর: যে সকল পদার্থের পরিবাহিতাঙ্ক খুব কম অথবা রোধাঙ্ক খুব বেশি প্রায় 1010 Ωm থেকে 1017 Ωm এর মধ্যে তাদের অন্তরক বলে।


১১) তড়িৎ প্রবাহের তাপীয় ফল কাকে বলে?

উত্তর: কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলেই কিছুক্ষণ পর পরিবাহীটি গরম হয়ে যায় কারণ, তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, একে তড়িৎ প্রবাহের তাপীয় ফল বলে।


১২) CFL এর তুলনায় LED ব্যবহারের সুবিধা কী কী?

উত্তর: (ক) CFL বাতির তুলনায় LED বাতিগুলির জীবনকাল অনেক বেশি। (খ) LED ল্যাম্পের শক্তিরেটিং CFL এর তুলনায় বেশি। (গ) CFL , LED অপেক্ষা অধিক পরিমাণ গ্রীন হাউস গ্যাস উৎপন্ন করে। (ঘ) CFL এ পারদ জনিত দূষণ থাকে, কিন্তু LED তে পারদ জনিত দূষণ থাকে না।



তোমাদের যদি আরো কিছু প্রশ্নোত্তর বা তথ্য জানার থাকে তাহলে অবশ্যই তোমরা নীচে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের প্রশ্ন উত্তর যা আছে সবকিছু লিখে কমেন্ট করবে।


বিজ্ঞানবুক ওয়েবসাইটে ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো সাজেশন থাকলে বা আমাদের কোনো কিছু জানাতে হলে অবশ্যই আমাদের জানান 'Contact us' পেজে গিয়ে।

ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক করুন এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ। ফেসবুকে আমাদেরকে লাইক ফলো করার জন্য 'Follow us' এ গিয়ে 'Facebook' আইকনের উপর ক্লিক করলে আমাদের ফেসবুক পেজ খুলে যাবে।

এছাড়াও আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ইউটিউবে। ইউটিউবে সাবস্ক্রাইব করার জন্য একইভাবে 'Follow us' এ গিয়ে 'YouTube' আইকনের উপর ক্লিক করলে আমাদের ইউটিউব চ্যানেল খুলে যাবে।

এছাড়াও আপনি আমাদেরকে কু- অ্যাপ এ ফলো করতে পারেন। সেই জন্যই আপনি খুব অ্যাপ এ গিয়ে সার্চ করুন Bigyanbook এবং ফলো করুন আমাদেরকে কু অ্যাপে।

আপনি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন। এইখানে আমরা পোস্ট করি বিভিন্ন ধরনের আমাদের নতুন নতুন আর্টিকেল প্রশ্নোত্তর এবং আরো বেশ কিছু জিনিস যা আপনার প্রয়োজনে লাগতে পারে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার জন্য একইভাবে নীচে 'Follow us' এ গিয়ে 'Join Telegram' আইকনের উপর ক্লিক করলে আমাদের অফিসিয়াল টেলিগ্ৰাম চ্যানেল খুলে যাবে।

পড়তে থাকুন বিজ্ঞান বুক। শেয়ার করতে থাকুন আমাদের বিভিন্ন আর্টিকেলগুলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট!

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

Post a Comment (0)
Previous Post Next Post