অবতল দর্পণ: সংজ্ঞা, বৈশিষ্ট্য, ব্যবহার

Contents

    নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। গোলীয় দর্পণ দুই প্রকারের হয়, উত্তল দর্পণ এবং অবতল দর্পণ। এই আর্টিকেলে আমরা জানবো অবতল দর্পণ কাকে বলে? অবতল দর্পণের বৈশিষ্ট্য এবং অবতল দর্পণের ব্যবহার সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক।

    www.bigyanbook.co.in


    অবতল দর্পণ কাকে বলে ?

    উত্তর: যে গোলীয় দর্পনের ভেতরের পৃষ্ঠ প্রতিফলক তল হিসেবে কাজ করে সেই দর্পণকে অবতল দর্পণ বলে।


    অবতল দর্পণের বৈশিষ্ট্য

    1) অবতল দর্পণের মুখ্য ফোকাস থেকে অপসারী রশ্মি গুচ্ছ ওই দর্পণে প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের সমান্তরালে অগ্রসর হয়।

    2) অবতল দর্পণে গঠিত প্রতিবিম্ব বস্তু অপেক্ষা ছোট, অসদ এবং সোজা হয়।

    3) অবতল দর্পণের ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক।


    অবতল দর্পণের ব্যবহার

    1) অবতল দর্পণের মেরু এবং ফোকাস এর মধ্যে কোনো বস্তু রাখলে বস্তুটির একটি অসদ সোজা এবং বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায়। তাই দাড়ি কামানোর ক্ষেত্রে বা রূপচর্চার ক্ষেত্রে মুখমন্ডল কে স্পষ্ট করে দেখার জন্য অবতল দর্পণের ব্যবহার করা হয়।

    2) মোটর গাড়ির হেডলাইট, টর্চ লাইট অথবা সার্চলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। অবতল দর্পণের ফোকাসে বাল্বের ফিলামেন্টকে রাখলে ফিলামেন্ট থেকে নির্গত আলো অবতল দর্পণে প্রতিফলিত হয়ে সমান্তরাল রশ্মি গুচ্ছ রূপে নির্গত হয় এবং অনেকদূর পর্যন্ত যায়। এর ফলে গাড়ির চালক অনেক দূরের বস্তুকেও স্পষ্টভাবে দেখতে পায়।

    3) নাক, গলা, দাঁত ইত্যাদি পরীক্ষার জন্য চিকিৎসকরা অবতল দর্পণের ব্যবহার করে থাকেন। আলোর সমান্তরাল রশিগুচ্ছ অবতল দর্পণে আপতিত হয়ে একটি বিন্দুতে কেন্দ্রীভূত হয়।


    তোমাদের যদি আরো কিছু প্রশ্নোত্তর বা তথ্য জানার থাকে তাহলে অবশ্যই তোমরা নীচে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের প্রশ্ন উত্তর যা আছে সবকিছু লিখে কমেন্ট করবে।


    বিজ্ঞানবুক ওয়েবসাইটে ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো সাজেশন থাকলে বা আমাদের কোনো কিছু জানাতে হলে অবশ্যই আমাদের জানান 'Contact us' পেজে গিয়ে।

    ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক করুন এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ। ফেসবুকে আমাদেরকে লাইক ফলো করার জন্য 'Follow us' এ গিয়ে 'Facebook' আইকনের উপর ক্লিক করলে আমাদের ফেসবুক পেজ খুলে যাবে।

    এছাড়াও আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ইউটিউবে। ইউটিউবে সাবস্ক্রাইব করার জন্য একইভাবে 'Follow us' এ গিয়ে 'YouTube' আইকনের উপর ক্লিক করলে আমাদের ইউটিউব চ্যানেল খুলে যাবে।

    এছাড়াও আপনি আমাদেরকে কু- অ্যাপ এ ফলো করতে পারেন। সেই জন্যই আপনি খুব অ্যাপ এ গিয়ে সার্চ করুন Bigyanbook এবং ফলো করুন আমাদেরকে কু অ্যাপে।

    আপনি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন। এইখানে আমরা পোস্ট করি বিভিন্ন ধরনের আমাদের নতুন নতুন আর্টিকেল প্রশ্নোত্তর এবং আরো বেশ কিছু জিনিস যা আপনার প্রয়োজনে লাগতে পারে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার জন্য একইভাবে নীচে 'Follow us' এ গিয়ে 'Join Telegram' আইকনের উপর ক্লিক করলে আমাদের অফিসিয়াল টেলিগ্ৰাম চ্যানেল খুলে যাবে।

    পড়তে থাকুন বিজ্ঞান বুক। শেয়ার করতে থাকুন আমাদের বিভিন্ন আর্টিকেলগুলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট!

    Post a Comment (0)
    Previous Post Next Post

    My Favorites ❤️

    See your favorite posts by clicking the love icon at the top ❤️
    ⚠️
    AdBlocker Detected
    We noticed that you are using an AdBlocker.

    Our website is free to use, but we need ads to cover our server costs. Please disable your AdBlocker and reload the page to continue reading.