পরাবর্ত ক্রিয়া এবং অপরাবর্ত ক্রিয়ার মধ্যে পার্থক্য

Welcome to Bigyanbook

১) পরাবর্ত ক্রিয়া : পরাবর্ত ক্রিয়া উভমুখী। ২) অপরাবর্ত ক্রিয়া : অপরাবর্ত ক্রিয়া একটি মাত্র ধাপে ঘটে। ৪) পরাবর্ত ক্রিয়া : পরাবর্ত ক্রিয়া হলো একটি কাল্পনিক প্রক্রিয়া, যা বাস্তবে সম্ভব নয়। আরও ...


Bigyanbook
পরাবর্ত ক্রিয়া এবং অপরাবর্ত ক্রিয়ার মধ্যে পার্থক্য


পরাবর্ত ক্রিয়া এবং অপরাবর্ত ক্রিয়ার মধ্যে পার্থক্য

পরাবর্ত ক্রিয়া অপরাবর্ত ক্রিয়া
1. পরাবর্ত ক্রিয়া উভমুখী। 1. অপরাবর্ত ক্রিয়া একমুখী।
2. পরাবর্ত ক্রিয়া একাধিক ধাপে ঘটে। 2. অপরাবর্ত ক্রিয়া একটি মাত্র ধাপে ঘটে।
3. পরাবর্ত ক্রিয়া ঘটতে অধিক সময়ের প্রয়োজন হয়। 3. অপরাবর্ত ক্রিয়া দ্রুত সংঘটিত হয়।
4. পরাবর্ত ক্রিয়া হলো একটি কাল্পনিক প্রক্রিয়া, যা বাস্তবে সম্ভব নয়। 4. অপরাবর্ত ক্রিয়া হলো একটি বাস্তব প্রক্রিয়া, যা স্বতঃস্ফূর্তভাবে ঘটে।

পড়ুন আমাদের অন্যান্য আর্টিকেলগুলিও। পড়তে থাকুন বিজ্ঞান বুক। কেমন লাগছে আমাদেরকে জানান। আমাদেরকে ইমেল করতে পারেন বা আমাদেরকে whatsapp করতে পারেন বা নীচে কমেন্ট করে জানাতে পারেন। শেয়ার করুন এই আর্টিকেলটি অন্যান্যদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক করুন আমাদের ফেসবুক পেজ। ধন্যবাদ।

Post a Comment (0)
Previous Post Next Post