নরমপন্থী ও চরমপন্থী নেতাদের নাম

নরমপন্থী ও চরমপন্থী নেতাদের নাম

নরমপন্থী নেতাদের নাম

দাদাভাই নৌরজী

• ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্লাডস্টোন দাদাভাই নৌরজীকে উপাধি দিয়েছিলেন গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া (Grand Old Man of India)।

• দাদাভাই নৌরোজিকে Unofficial Ambassador of India to England বলা হতো।

• দাদাভাই নৌরোজী এর লেখা বই হলো, Poverty & Unbritish Rule in India ।

• দাদাভাই নওরোজি ছিলেন ইংল্যান্ড পার্লামেন্টের নির্বাচিত প্রথম ভারতীয় সদস্য।

• দাদাভাই নৌরজি হলেন প্রথম ভারতীয় যিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।

• দাদাভাই নৌরোজি লন্ডনে ১৮৬৬ সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করেন।

• দাদাভাই নওরোজি ১৮৮৬ সালে অনুষ্ঠিত কলকাতাতে ভারতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন।


গোপালকৃষ্ণ গোখলে

• গোপালকৃষ্ণ গোখলে এর লেখা বই হল, India under the British ।

• গোপালকৃষ্ণ গোখলে হলেন, Servants of India এর প্রতিষ্ঠাতা (1905)।

• গোপালকৃষ্ণ গোখলে ১৯০৫ সালে বারাণসীতে কংগ্রেসের বাৎসরিক অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন।


সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

• সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হলেন ভারতীয় জাতীয়তাবাদের জনক।

• সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাংলার মুকুটবিহীন রাজা/রাষ্ট্রগুরু উপাধি পান।

• সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা আত্মজীবনী হল, A Nation in Making ।

• সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ১৮৭৬ সালে ২৬ শে জুলাই আনন্দমোহন বসুর সহযোগিতায় ভারত সভা প্রতিষ্ঠা করেন।

• সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ১৮৯৫ সালে কংগ্রেসের পুনে অধিবেশনে এবং ১৯০২ সালের আমেদাবাদ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন।


রমেশ চন্দ্র দত্ত

• রমেশ চন্দ্র দত্তকে বলা হয়, Father of Economic Nationalism বা অর্থনৈতিক জাতীয়তাবাদের জনক।

• রমেশ চন্দ্র দত্তের লেখা বই হল, Economic History of India, India in the Victorian Age, মহারাষ্ট্রের 'জীবন প্রভাত', রাজপুত জীবন সন্ধ্যা।


ফিরোজ শাহ মেহতা

• ফিরোজ শাহ মেহতা হলেন বোম্বের ত্রিমূর্তির একজন। বোম্বের ত্রিমূর্তির অন্য দুজন হলেন, কে. টি. তিলং এবং বদরুদ্দিন তৈয়বজী।

• ফিরোজ শাহ মেহতা এর লেখা বই হল, Origin of the Moderate Movement ।


উমেশ চন্দ্র ব্যানার্জি (WC Bannerjee)

• উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি।

• উমেশচন্দ্র ব্যানার্জীর লেখা গ্রন্থ হল, Introduction to the Indian Politics ।

• উমেশ চন্দ্র ব্যানার্জীর লেখা বই হল, Shells from the sand of Bombay ।



চরমপন্থী নেতাদের নাম

বালগঙ্গাধর তিলক

• বালগঙ্গাধর তিলক কে আধুনিক ভারতের স্রষ্টা বলা হয়।

• বাল গঙ্গাধর তিলককে বিক্ষোভের জনক (Father of Indian Unrest) বলা হয়। এই উপাধি দিয়েছিল ব্রিটিশ সাংবাদিক ও ঐতিহাসিক Valentin Chirol ।

• বালগঙ্গাধর তিলক 'লোকমান্য' নামে বেশি পরিচিত ছিলেন, তাকে 'মারাটা কেশোরী' বলা হয়।

• বাল গঙ্গাধর তিলকের লেখা বই হল, গীতা রহস্য, Arctic Home of the Vedas ।

• "স্বরাজ আমার জন্মগত অধিকার আমি তা অর্জন করবই" — বাল গঙ্গাধর তিলক।

• বালগঙ্গাধর তিলক হোমরুল লীগ গড়ে তোলেন ১৯১৬ সালের এপ্রিল মাসে পুনাতে।


লালা লাজপৎ রায়

• পাঞ্জাব কেশরী নামে লালা লাজপৎ রায় পরিচিত।

• লালা লাজপৎ রায়ের লেখা বই হল, Unhappy India, Young India ।


বিপিনচন্দ্র পাল

• বাংলার বার্ক বা বার্ক অফ বেঙ্গল নামে বিপিনচন্দ্র পাল পরিচিত। তাকে ইংরেজ দার্শনিক এডমন্ড বার্কের সাথে তুলনা করা হয়।

• বিপিনচন্দ্র পালের লেখা বই হল, ভারত আত্মা।

• বিপিনচন্দ্র পাল নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি বন্দেমাতরম পত্রিকাও সম্পাদনা করেছেন।


অরবিন্দ ঘোষ

• দেশবন্ধু চিত্তরঞ্জন তাকে জাতীয়তাবাদের দার্শনিক ও স্বদেশিকতার কবি বলে অভিহিত করেছেন।

• অরবিন্দ ঘোষের লেখা বই হল, Live Divine, ভবাণী মন্দির, New lamps of old, সাবিত্রী।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ