সরল অংক করার নিয়ম কী? | সরলীকরণ

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুকে। এই আর্টিকেলে আমরা সরল অংক করার নিয়ম সম্পর্কে জানবো। INTRODUCTION সরল অংক হলো একটি বড়ো জটিল অংক থেকে ক্রমাগত ধাপে ধাপে সমাধান করে উত্তর বের করা। সরল অংক করার জন্য BODMAS নিয়ম ফলো করা হয়। এই BODMAS এর সম্পূর্ণ নাম হলো — B → brackets. O → Order of operation. D → division. M → multiplication. A → addition. S → subtraction. এই নিয়ম অনুযায়ী, প্রথমে ফার্স্ট ব্যাকেট, তারপর সেকেন্ড ব্যাকেট এবং তারপর থার্ড ব্যাকেট সমাধান করতে হয়, এর মধ্যে প্রথমে ভাগ, তারপর গুণ, তারপর যোগ এবং তারপর বিয়োগ করতে হয়। METHODS (১) সরল অংক সমাধান করার জন্য সর্বদা BODMAS নিয়ম ফলো করা হয়। এই নিয়ম অনুযায়ী কিভাবে করতে হয় আগের প্যারাগ্রাফেই তোমরা দেখেছো। (২) যদি অংকে দশমিক সংখ্যা দেওয়া থাকে তাহলে সেই দশমিক সংখ্যার একটা আনুমানিক মান তোমরা ধরে নিতে পারো অথবা সেই দশমিক সংখ্যাটাকে পূর্ণ সংখ্যায় পরিবর্তন করে সমাধান করতে পারো। (৩) নামতা মুখস্থ করে রাখাটা অত্যন্ত জরুরি হয়ে পড়ে সরল করার ক্ষেত্রে। নামটা মুখস্থ থাকলে দ্রুত সমাধান করা সম্ভব হয়। তোমরা কুড়ি পর্যন্ত নামতা...