Posts

Showing posts from September, 2024

লিংকেজ কী ?

Image
লিংকেজ কী? একই ক্রোমোজোম এ অবস্থিত জিন গুলি মাতৃ জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হবার সময় সেই ক্রোমোজোমে একই সঙ্গে অবস্থান করার প্রবণতা দেখায়, একে লিংকেজ বলে। লিংকেজ আবিষ্কার 1910 খ্রিস্টাব্দে, টি. এইচ. মরগ্যান (T. H. Morgan) ড্রসোফিলা মাছির উপর পরীক্ষা করে লিংকেজ আবিষ্কার করেন। লিংকেজ থিওরি ১) ক্রোমোজোমের উপর জিনগুলি রৈখিক সজ্জায় অবস্থান করে এবং ওই ক্রোমোজোমের উপর অবস্থিত জিনগুলি লিংকেজ দেখায়। ২) লিংকেজ এর অন্তর্ভুক্ত জিনগুলি একসঙ্গে সঞ্চারিত হওয়ার প্রবণতা দেখায়। ৩) কাপলিং এবং রিপালসন লিংকেজ এর দুই রকম অবস্থা। ৪) ক্রোমোজোমের উপর অবস্থিত নিকটবর্তী জিনগুলির মধ্যে লিংকেজ বলের পরিমাণ বেশি হয় এবং দূরবর্তী জিনগুলির মধ্যে লিংকেজ বলের পরিমাণ কম হয়।

গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের পার্থক্য কী কী?

Image
নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুকে। এই আর্টিকেলে আমরা দেখবো গুরু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্কের মধ্যে পার্থক্য। গুরু মস্তিষ্ক যে অংশে অবস্থিত আমাদের মস্তিষ্কে সেটি হল মস্তিষ্কের অগ্র অংশ এবং লঘু মস্তিষ্ক আমাদের মস্তিষ্কের পশ্চাৎ অংশে অবস্থিত। গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের পার্থক্য  গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক 1. গুরু মস্তিষ্ক হলো অগ্র মস্তিষ্কের অংশ। 1. লঘু মস্তিষ্ক হল পশ্চাৎ মস্তিষ্কের অংশ। 2. গুরুমস্তিষ্ক আকারে বড় এবং গুরুমস্তিষ্ক করোটির অধিকাংশ অঞ্চল জুড়ে থাকে। 2. লঘু মস্তিষ্ক অপেক্ষাকৃত ছোটো এবং এটি পশ্চাৎ করোটির খাঁজে অবস্থিত। 3. গুরু মস্তিষ্কের গোলার্ধ দুটি করপাস ক্যালোসাম নামে যোজক দ্বারা যুক্ত থাকে। 3. লঘু মস্তিষ্কের গোলার্ধ দুটি ভারমিস নামে যোজক দ্বারা যুক্ত থাকে। 4. গুরুমস্তিষ্ক পাঁচটি খন্ডে বিভক্ত যথা, একটি অগ্ৰ খন্ডক, একটি মধ্য খন্ডক, একটি পশ্চাৎ খন্ডক এবং দুটি পার্শ্ব খন্ডক। 4. লঘু মস্তিষ্ক কোনো খন্ডে বিভক্ত নয়। 5. গুরু মস্তিষ্কের প্রধান কাজ হল প্রাণীদের চিন্তা, বুদ্ধি, স্মৃতি ইত্যাদি নিয়ন্ত্রণ করা। 5. লঘু মস্তিষ্কের প্রধান কাজ হল প্রাণী দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা...