লিংকেজ কী ?

লিংকেজ কী

লিংকেজ কী?

একই ক্রোমোজোম এ অবস্থিত জিন গুলি মাতৃ জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হবার সময় সেই ক্রোমোজোমে একই সঙ্গে অবস্থান করার প্রবণতা দেখায়, একে লিংকেজ বলে।


লিংকেজ আবিষ্কার

1910 খ্রিস্টাব্দে, টি. এইচ. মরগ্যান (T. H. Morgan) ড্রসোফিলা মাছির উপর পরীক্ষা করে লিংকেজ আবিষ্কার করেন।


লিংকেজ থিওরি

১) ক্রোমোজোমের উপর জিনগুলি রৈখিক সজ্জায় অবস্থান করে এবং ওই ক্রোমোজোমের উপর অবস্থিত জিনগুলি লিংকেজ দেখায়।

২) লিংকেজ এর অন্তর্ভুক্ত জিনগুলি একসঙ্গে সঞ্চারিত হওয়ার প্রবণতা দেখায়।

৩) কাপলিং এবং রিপালসন লিংকেজ এর দুই রকম অবস্থা।

৪) ক্রোমোজোমের উপর অবস্থিত নিকটবর্তী জিনগুলির মধ্যে লিংকেজ বলের পরিমাণ বেশি হয় এবং দূরবর্তী জিনগুলির মধ্যে লিংকেজ বলের পরিমাণ কম হয়।

Comments

Now Trending

আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য

বহিঃনিষেক ও অন্তঃনিষেকের পার্থক্য

তড়িৎচালক বল ও বিভব প্রভেদ এর মধ্যে পার্থক্য

ট্যাক্সোনমি কাকে বলে এবং এর গুরুত্ব

উচ্চমাধ্যমিক কম্পিউটার সায়েন্স সাজেশন | HS Computer Science Suggestion | PART-2

উচ্চমাধ্যমিক কম্পিউটার সায়েন্স সাজেশন | HS Computer Science Suggestion | PART-3

আলোক দশা ও অন্ধকার দশার মধ্যে পার্থক্য

অ্যাক্সন ও ডেনড্রন এর পার্থক্য

Madhyamik 2026 Physical Science Suggestion (English version) Set-3

HS Biology Suggestion 2026 | উচ্চমাধ্যমিক জীববিদ্যা সাজেশন | SET-3