ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম কী?

Text size:
Bigyanbook

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুকে। এই পোস্টে আমরা জানবো ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম কি সেই সম্পর্কে। বাঁ হাতের প্রথম তিনটি আঙ্গুলকে সমকোণে রেখে, তর্জনী চৌম্বকক্ষেত্রের অভিমুখে, মধ্যমা প্রবাহের অভিমুখে স্থাপন করলে, বৃদ্ধাঙ্গুলি তারে প্রযুক্ত বলের অভিমুখে থাকে তাই তড়িৎ এর উপর চুম্বকের ক্রিয়ায় পরিবাহীটির উপর কোন্ দিকে বল প্রযুক্ত হয় তা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম থেকে জানা যায়।

Bigyanbook


ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম 

বাঁ হাতের প্রথম তিনটি আঙ্গুল পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এবং মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহী তারের উপর প্রযুক্ত বলের অভিমুখ নির্দেশ করে। 

ফ্লেমিংয়ের এই বাম হস্ত নিয়ম কে মোটর নিয়ম ও বলে। 


যদি সংক্ষেপে এটা মনে রাখার সুবিধার্থে করা যায়, 

তর্জনী — চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। 

মধ্যমা — তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে। 

বৃদ্ধাঙ্গুলি — পরিবাহী তারের উপর প্রযুক্ত বলের অভিমুখ নির্দেশ করে।


আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন অবশ্যই।

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

Post a Comment (0)
Previous Post Next Post