বলের ধারণা (Concept of Force) Class-11, Sem-1, Physics, Unit-3 গতিসূত্র

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুক (Bigyanbook) এ। এই আর্টিকেলে আমরা একাদশ শ্রেণীর সেমিস্টার-I এর পদার্থবিদ্যার তৃতীয় ইউনিট গতিসূত্র থেকে বলের ধারণা জানবো।

বলের ধারণা (Concept of Force) Class-11, Sem-1, Physics, Unit-3 গতিসূত্র

বল কাকে বলে ?

বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর বেগের পরিবর্তন ঘটানো হয় অথবা পরিবর্তন ঘটনার চেষ্টা করা হয় তাকে বল বলে। 

বল হলো একটি ভেক্টর রাশি অর্থাৎ এর মান এবং অভিমুখ দুটোই আছে।

বলের একক (Unit of Force)

বল পরিমাপের জন্য বিভিন্ন একক পদ্ধতি প্রচলিত আছে। এদের মধ্যে সর্বাধিক ব্যবহৃত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি হলো SI (Système International d'Unités) পদ্ধতি।

SI একক:

বলের SI একক হলো নিউটন (Newton), যাকে N দ্বারা প্রকাশ করা হয়।

সংজ্ঞা: "যে পরিমাণ বল ১ কিলোগ্রাম (kg) ভরের কোনো বস্তুর ওপর প্রযুক্ত হয়ে বস্তুটির মধ্যে ১ মিটার/সেকেন্ড² (m/s²) ত্বরণ সৃষ্টি করতে পারে, সেই পরিমাণ বলকে ১ নিউটন (N) বলে।"

অর্থাৎ, 1 N = 1 kg × 1 m/s² = 1 kg m/s²

CGS একক:

CGS (Centimetre-Gram-Second) পদ্ধতিতে বলের একক হলো ডাইন (Dyne)

সংজ্ঞা: "যে পরিমাণ বল ১ গ্রাম (g) ভরের কোনো বস্তুর ওপর প্রযুক্ত হয়ে বস্তুটির মধ্যে ১ সেন্টিমিটার/সেকেন্ড² (cm/s²) ত্বরণ সৃষ্টি করতে পারে, সেই পরিমাণ বলকে ১ ডাইন (dyne) বলে।"

অর্থাৎ, 1 dyne = 1 g × 1 cm/s² = 1 g cm/s²

নিউটন ও ডাইনের সম্পর্ক:

1 নিউটন (N) = 105 ডাইন (dyne)

এছাড়া, অভিকর্ষীয় একক (Gravitational Unit) যেমন কিলোগ্রাম-বল (kg-wt বা kg-f) বা পাউন্ড-বল (lb-wt) ক্ষেত্রবিশেষে ব্যবহৃত হয়, তবে বৈজ্ঞানিক গণনায় নিউটনই আদর্শ একক।

উদাহরণ


এই আর্টিকেলটিও পড়ুন: পদার্থের জাড্য

আপনার কী কোনো প্রশ্ন আছে? নীচে কমেন্ট করে জানান। ফলো করুন হোয়াটসঅ্যাপে আমাদের অফিসিয়াল চ্যানেল। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ। করুন আমাদের অন্যান্য আর্টিকেলগুলিও। ধন্যবাদ।

Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন