পদার্থের জাড্য (Inertia of matter) Class-11, Sem-1, Physics, Unit-3 গতিসূত্র

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুক (Bigyanbook) এ। এই আর্টিকেলে আমরা একাদশ শ্রেণীর সেমিস্টার-I এর পদার্থবিদ্যার তৃতীয় ইউনিট গতিসূত্র থেকে পদার্থের জাড্য সম্পর্কে জানবো।

পদার্থের জাড্য (Inertia of matter) Class-11, Sem-1, Physics, Unit-3 গতিসূত্র

দেখো স্থির বস্তুর স্বাভাবিক ধর্ম হলো স্থির থাকা, এটি নিজে থেকে চলতে পারে না। আবার গতিশীল বস্তুর স্বাভাবিক ধর্ম হলো গতি বজায় রাখা, এটি আবার নিজে থেকে থামতে পারেনা।

উভয় ক্ষেত্রেই অর্থাৎ স্থির বস্তু এবং গতিশীল বস্তুর ক্ষেত্রে এরা নিজে থেকে এদের অবস্থান পরিবর্তন ঘটাতে অক্ষম। 

এই অক্ষমতাকেই বলে জাড্য বা জড়তা

এই কারণের জন্য নিউটনের প্রথম গতিসূত্র কে জাড্যের সূত্র (Law of Inertia) বলা হয়।

জাড্য কাকে বলে ? (What is Inertia?)

পদার্থের যে ধর্মের জন্য স্থির অথবা গতিশীল অবস্থায় থাকা কোনো বস্তু, তার স্থির অথবা গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে, তাকে জাড্য বলে।

জাড্যের প্রকার

১) স্থিতিজাড্য (Inertia of rest)

২) গতিজাড্য (Inertia of motion)

স্থিতিজাড্য কী ?

স্থির বস্তুর চিরকাল স্থির থাকার প্রবণতাকে স্থিতিজাড্য বলে।

উদাহরণ:



গতিজাড্য কী ?

গতিশীল বস্তুর সমগতিতে সরলরেখা বরাবর তার গতিশীল অবস্থা বজায় রাখার প্রবণতাকে গতিজাড্য বলে।

উদাহরণ:

একটি বৈদ্যুতিক পাখার সুইচ অফ করে দিলেও পাখাটি সঙ্গে সঙ্গে থেমে যায় না। গতিজাড্য এর কারণেই পাখাটি সুইচ অফ হওয়ার পরেও আরো কিছুক্ষণ ঘুরতে থাকে যতক্ষণ না পর্যন্ত পাখার যন্ত্রাংশগুলির পারস্পরিক ঘর্ষণ এবং বাইরের বায়ুর বাধা পাখাটিকে সম্পূর্ণ থামিয়ে দেয়।


এই আর্টিকেলটিও পড়ুন: বলের ধারণা

আপনার কী কোনো প্রশ্ন আছে? জানান নীচে কমেন্ট করে। ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পড়ুন আমাদের অন্যান্য আর্টিকেলগুলিও। ধন্যবাদ।

Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন