SIR এখনো করেননি?

Welcome to Bigyanbook

প্রিয় বিজ্ঞানবুক পাঠক, আপনি কি এখনো এস আই আর এর জন্য ইনোমিরেশন ফর্ম এখনো ফিলাপ করেননি? আগামী 4 ডিসেম্বর, 2025 কিন্তু শেষ হচ্ছে এস আই আর জন্য এই ফরম ফিলাপ প্রক্রিয়া।

আপনি কি SIR জন্য ফর্ম ফিলআপ এখনো করেননি?


দুভাবেই কাজটা করা যায় একটা হচ্ছে অনলাইনে এবং একটা হচ্ছে অফলাইনে। অফলাইনে বি এল ও (BLO) যিনি আছেন আপনার বুথের তিনি আপনাকে দুটি একই ফর্ম দিয়ে যাবে সেই ফরম ফিলাপ করে আপনি জমা দেবেন তার কাছে। আর একটা হচ্ছে অনলাইনে সরাসরি নির্বাচন কমিশনে ওয়েবসাইটে গিয়ে এই ইনমিরেসন (Enumeration) ফর্ম ফিলাপ করা এবং সাবমিট করে দেওয়া।

কোনটা করা আপনার জন্য সুবিধা জনক? এর উত্তর হল অনলাইনে ফরম ফিলাপ করাটাই হলো আপনার জন্য সুবিধা জনক। যদি আপনার পাসপোর্ট ফটো তোলা না থাকে তাহলে আপনি খুব সহজেই বিজ্ঞান বুকের ফটো ক্যামেরা অ্যাপ এর মাধ্যমে একসাথে ফটো এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফটো ডাউনলোড করতে পারবেন। এবং সেই ফটো আপলোড ও করতে পারবেন অনলাইনে করার সময়। 

অনলাইনে আপনি কিভাবে করবেন? সরাসরি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যান এখানে এই লিংকটি দিলাম https://voters.eci.gov.in/ এখানে যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে তো কোন ব্যাপার নয়, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে ফোন নাম্বার দিয়ে আপনার নাম দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এটা খুবই সহজ প্রক্রিয়া। তারপর এস আই আর এর যে অপশনটা আছে ওখানে গিয়ে স্টেট সিলেক্ট করে যেমন আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলেন তারপর আপনার ভোটার কার্ডের এপিক নাম্বার টা দিলেন, দিয়ে সার্চ করলেন, সার্চ করলে আপনার নাম, বুথের নাম এই সমস্ত কিছু চলে আসবে।

অনলাইনে ফরম ফিলাপ করার ক্ষেত্রে মনে রাখবেন এক্ষেত্রে আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, আধার কার্ডের যা নাম আছে এবং ভোটার কার্ডে যা নাম আছে একই নাম হতে হবে। অর্থাৎ ফার্স্ট নেম, সেকেন্ড নেম, থার্ড নেম একই হতে হবে। যদি আপনার ভোটার কার্ডে ফার্স্ট নেম থাকে এবং লাস্ট নেম থাকে, আবার আধার কার্ডে আপনার ফার্স্ট নেম আছে, সেকেন্ড নেম আছে, থার্ড নেম আছে, এরকম থাকলে কিন্তু লিঙ্ক হবে না, আপনার ভোটার কার্ডে যা নাম এবং আধার কার্ডে যা নাম দুটোই একই হতে হবে।

এবার আপনার ভোটার কার্ডের এপিক নাম্বার দিয়ে সার্চ করার পর, আপনার ডিটেলস চলে এলো আপনার নাম আপনার বুথের নাম্বার আপনি যে স্কুলে ভোট দেন এ সমস্ত কিছু তথ্য চলে এলো, এরপর দেখবেন নিচে মোবাইল নাম্বার দিয়ে এবং ওটিপি পাঠানোর বোতাম আছে। ওখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন এবং ওটিপি পাঠানোর প্রথমে ক্লিক করবেন। যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে সঙ্গে সঙ্গে ওটিপি দেওয়ার জন্য একটা বক্স আসবে। যদি ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক না করা থাকে তাহলে যখনই আপনি ফোন নাম্বার দিয়ে সেন্ট ওটিপি বোতামে ক্লিক করবেন তখন একটা মেসেজ আসবে যে আপনার ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা নেই আর নিচে একটা লিংক করার জন্য ফরম 8 ফিলাপের লিঙ্ক আসবে, এটাই মেসেজ বক্সের মধ্যেই সবকিছু লেখা থাকবে একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন।

এবার আপনার যদি লিংক না করা থাকে ভোটার রেকর্ডের সঙ্গে ফোন নাম্বার তাহলে ওই মেসেজ বক্সে যে লিংকটা থাকবে ওই লিংকে ক্লিক করবেন ক্লিক করলে একটা ফর্ম ওপেন হবে নিচের দিকে নামিয়ে নামিয়ে দেখবেন নেক্সট করে করে তারপর কোন জিনিসটা আপনি আপডেট করতে চান দেখবেন চেকবক্স আসবে, মোবাইল নাম্বার লেখা চেকবক্সে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটা দেবেন। তারপর নেক্সট করে নিচের দিকে নামিয়ে প্লেস দেবেন তারপর নিচের দিকে নামিয়ে ক্যাপচা এবং সেন্ট ওটিপি করবেন এবং otp দেবেন, এরপর সাবমিট করবেন, এরপর আপনাকে ই সাইন করতে হবে যেটা আধার কার্ডের মাধ্যমে হবে।। ই সাইন বোতামে ক্লিক করলে একটা নতুন ওয়েবসাইট খুলবে সেখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটা দেবেন এবং সেন্ড ওটিপি প্রথমে ক্লিক করবেন। এরপর আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেই ফোনে ওটিপি যাবে এবং ওটিপি নাম্বারটা দেবেন নিচের দিকে নামিয়ে সাবমিট করবে।। এটা করার পর অটোমেটিক আবার আগের ওয়েবসাইটে ফিরে যাবে এবং আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার ফোন নাম্বার লিঙ্ক হয়ে যাবে। 

তাহলে আপনার ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক হয়ে গেলো। এবার পুরোটাই আপনি হোম পেজে যাবেন, হোমপেজে গিয়ে আবার এস আই আর অপশনে ক্লিক করবেন, স্টেট সিলেক্ট এবং ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করবেন, তারপর ফোন নাম্বার দিয়ে ওটিপি পাঠাবেন এবং আপনার ওটিপি বক্স ওপেন হবে এবং ওটিপি নাম্বারটা দিয়ে পরবর্তী স্টেপে যেতে পারবেন। 

আপনার যদি ২০০২ সালের লিস্টে নাম থাকে তাহলে তার ডিটেলসটা ফিল করে দেবেন দিয়ে সার্চ করবেন করলে তার পরবর্তী স্টেপ আসবে যেখানে আপনার জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম এটা স্টারমার্ক দেয়া আছে। তারপর আপনি আপনার ফটো আপলোড করলে ওটা প্রিভিউ এবং সাবমিট করবেন তারপর প্রিভিউ বক্সেলে নিচে ডিক্লারেশনে চেকবক্সে ক্লিক করে সাবমিট করে দেবেন এবং এরপর আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে। আপনাকে আর কিছু করতে হবে না রিসিপ্ট কপিটা ডাউনলোড করে রেখে দেবেন। প্রিন্ট আউট করে রেখে দেবেন।

যদি আপনার নাম দু হাজার দুই সালের লিস্টে না থাকে, তাহলে আপনার বাবার নাম বা মার নাম বা ঠাকুরদা বা ঠাকুমার নাম দিয়ে আপনি করতে পারবেন। 

এবার এখানে একটা পয়েন্ট বলে রাখি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনি যখনই ওটিপি ইন্টার করে পরবর্তী স্টেপে যাবেন তখন দেখবেন তিনটি অপশন আসবে, একটা হচ্ছে যে আমার নাম লাস্ট এস আই আর এ আছে (যদি আপনার নাম লাস্ট এস আই আর এ থাকে তাহলে এই অপশনটা available থাকবে আর যদি না থাকে আপনার নাম লাস্ট এস আই আরে তাহলে এই অপশনটা কিছু করা যাবে না। অর্থাৎ এই অপশনে ক্লিক করার মত ব্যাপার থাকবে না।) আর একটা অপশন থাকবে যে আপনার বাবা বা মায়ের বা ঠাকুরদা অথবা ঠাকুমায়ের নাম রয়েছে, এবং আরেকটা অপশন থাকবে যে আপনার নাম এবং আপনার পরিবারের কারো নাম নেই। 

এভাবে সঠিক অপশন বেছে নিয়ে আপনি খুব সহজেই অনলাইনে আপনার ইনোমিরেশন ফর্মটা জমা করতে পারবেন।

Post a Comment (0)
Previous Post Next Post