আলফা, বিটা ও গামা বৈচিত্র্যের তুলনামূলক আলোচনা | আলফা, বিটা ও গামা বৈচিত্র্যের পার্থক্য | Comparative Account of Alpha, Beta and Gamma Diversity - Bigyanbook
নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য এবং গামা বৈচিত্র্যের মধ্যে তুলনামূলক আলোচনা বা পার্থক্য। তাহলে চলুন দেখে নেয়া যাক পার্থক্য গুলি বা তুলনামূলক আলোচনা গুলি। আলফা বৈচিত্র্য কাকে বলে? (What is Alpha diversity?) উত্তর - একটি অঞ্চলের বিভিন্ন জীব গোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র দেখা যায় তাকে আলফা বৈচিত্র্য বলে। বিটা বৈচিত্র্য কাকে বলে? (What is Beta diversity?) উত্তর - একটি ভৌগোলিক অঞ্চলের অন্যান্য সংলগ্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন বাসস্থানের জীব গোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বিটা বৈচিত্র্য বলে। গামা বৈচিত্র্য কাকে বলে? (What is Gamma diversity?) উত্তর - একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব-প্রজাতির সামগ্ৰিক বৈচিত্র্যকে গামা বৈচিত্র্য বলে। এবারে আমরা দেখে নেবো আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য এবং গামা বৈচিত্র্যের মধ্যে তুলনামূলক আলোচনা। আলফা, বিটা ও গামা বৈচিত্র্যের তুলনামূলক আলোচনা (Comparative Account of Alpha, Beta and Gamma Diversity) 1. আলফা বৈচিত্র্য : এটি জীব বৈচিত্রের সর্বাপেক্ষা ক্...