Posts

Showing posts from January, 2022

আলফা, বিটা ও গামা বৈচিত্র্যের তুলনামূলক আলোচনা | আলফা, বিটা ও গামা বৈচিত্র্যের পার্থক্য | Comparative Account of Alpha, Beta and Gamma Diversity - Bigyanbook

Image
নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য এবং গামা বৈচিত্র্যের মধ্যে তুলনামূলক আলোচনা বা পার্থক্য। তাহলে চলুন দেখে নেয়া যাক পার্থক্য গুলি বা তুলনামূলক আলোচনা গুলি। আলফা বৈচিত্র্য কাকে বলে? (What is Alpha diversity?) উত্তর - একটি অঞ্চলের বিভিন্ন জীব গোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র দেখা যায় তাকে আলফা বৈচিত্র্য বলে। বিটা বৈচিত্র্য কাকে বলে? (What is Beta diversity?) উত্তর - একটি ভৌগোলিক অঞ্চলের অন্যান্য সংলগ্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন বাসস্থানের জীব গোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বিটা বৈচিত্র্য বলে। গামা বৈচিত্র্য কাকে বলে? (What is Gamma diversity?) উত্তর - একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব-প্রজাতির সামগ্ৰিক বৈচিত্র্যকে গামা বৈচিত্র্য বলে। এবারে আমরা দেখে নেবো আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য এবং গামা বৈচিত্র্যের মধ্যে তুলনামূলক আলোচনা। আলফা, বিটা ও গামা বৈচিত্র্যের তুলনামূলক আলোচনা (Comparative Account of Alpha, Beta and Gamma Diversity) 1. আলফা বৈচিত্র্য : এটি জীব বৈচিত্রের সর্বাপেক্ষা ক্...

ট্যাক্সোনমি কাকে বলে এবং এর গুরুত্ব

Image
নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো ট্যাক্সোনমি কাকে বলে এবং এর গুরুত্ব সম্পর্কে। তাহলে চলুন দেখে নেয়া যাক ট্যাক্সোনমির গুরুত্ব কি কি। ট্যাক্সোনমি কাকে বলে? জীব বিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ, সনাক্তকরণ ও শ্রেণিবিন্যাস পদ্ধতি আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি বলে। বিজ্ঞানী অগাস্তিন পি. দ্য কানডোল (Augastin P. de Candole) সর্বপ্রথম "Taxonomy" শব্দটি ব্যবহার করেন। ট্যাক্সোনমি শব্দটি দুটি গ্ৰিক শব্দ 'Taxis' এবং 'Nomos' থেকে উদ্ভূত হয়েছে। 'Taxis' শব্দের অর্থ "বিন্যাস" এবং 'Nomos' শব্দের অর্থ "বিধি" বা নিয়ম। সুতরাং, Taxonomy শব্দের পুরো অর্থ হলো বিন্যাসবিধি। ট্যাক্সোনমির মূল প্রতিপাদ্য বিষয় বস্তু হলো — সনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস এবং প্রামাণ্য দলিল গুলির সংরক্ষণ। ট্যাক্সোনমির গুরুত্ব 1. বৈচিত্র্যময় জীবজগতে বর্তমানে বিভিন্ন প্রকার জীবদের সম্পর্কে জ্ঞান আহরণ সহজ হয়। বিভিন্ন গোষ্ঠীভুক্ত জীবদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায় ট্যাক্সোনমির মাধ্যমে। 2. অগণিত জীবের মধ্যে কোনো বি...

দশম শ্রেণী জীবনবিজ্ঞান : জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর | Class-10 Life Science : Short Questions and Answers from Control and Coordination in Living Organisms - Bigyanbook

Image
নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুক এ। এই আর্টিকেলে আমরা জানবো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী দশম শ্রেণীর জীবন বিজ্ঞান এর প্রথম অধ্যায় "জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়" থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 1. চলন কাকে বলে?     যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে অর্থাৎ স্থানান্তর না করে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপক এর সাহায্যে অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে চলন বলে।      2. গমন কাকে বলে?      যে প্রক্রিয়ায় স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন এর দ্বারা সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে তাকে গমন বলে।       3. ট্যাকটিক চলন কাকে বলে?      আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎশক্তি প্রভৃতি উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন বলে।       4. ফটো ট্যাকটিক চলন কাকে বলে?      সমগ্র উদ্ভিদ দেহে যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তাকে ফটো ট্যাকটিক চলন বা আলোক অভিমুখী চলন বলে।       5. ট...

মানুষের জনন - তথ্য, প্রশ্ন উত্তর | Information, Questions Answers from Human Reproduction - Bigyanbook

Image
নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুক এ। এই আর্টিকেলে আমরা জানবো মানুষের জনন থেকে বেশ কিছু বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ। তাহলে চলুন সবকিছু দেখে নেওয়া যাক। • বিনাইন প্রস্টেটিক হাইপারট্রপি (Benign Prostatic Hypertrophy — BPH)    প্রস্টেট বড়ো হয়ে অস্বাভাবিক আকার ধারণ করে। এর ফলে মূত্রনালীর উপর চাপ সৃষ্টি হয় এবং মূত্রত্যাগে সমস্যার সৃষ্টি হয়। রাত্রিবেলায় ঘন ঘন মূত্রত্যাগ দেখা যায়। সময়মতো চিকিৎসা না করালে বৃক্কের (Kidney) ক্ষতি হতে পারে। অনেক সময় প্রস্টেট ক্যান্সার হতে দেখা যায়। • ক্রিপটরকিডিজম (Cryptorchidism)    শুক্রাশয় দুটি উদরগহ্বর থেকে স্ক্রোটামে নেমে না আসাকে ক্রিপটরকিডিজম বলে। ভ্রূণ অবস্থায় শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ কম হলে এই অবস্থা সৃষ্টি হয়। • হাইড্রোসিল (Hydrocoel)    শুক্রাশয়ের টিউনিকা ভ্যাজাইনালিসের মধ্যে অতিরিক্ত তরল সঞ্চিত হলে শুক্রাশয় দুটি স্ফিত হয়। এই অবস্থাকে হাইড্রোসিল বলে। • ইঙ্গুইনাল ক্যানাল (Inguinal Canal)    উদর গহ্বরের নীচে যে নালির মাধ্যমে শুক্রাশয় স্ক্রোটাম থলিতে নেমে আসে, সেই নালিপথকে ইঙ্গুইন...

হাইড্রোসিরি এবং জেরোসিরি

Image
নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানব হাইড্রোসিরি এবং জেরোসিরি সম্পর্কে। এছাড়াও থাকবে কিছু প্রশ্ন উত্তর। তাহলে চলুন দেখে নেওয়া যাক হাইড্রোসিরি এবং জেরোসিরি। সিরি কাকে বলে? উত্তর - কোন অনাবৃত অঞ্চলে একটি উদ্ভিদ গোষ্ঠী বসবাস করতে শুরু করে এবং এরপর ধাপে ধাপে সেই উদ্ভিদ গোষ্ঠী অন্য উদ্ভিদ গোষ্ঠী দ্বারা প্রতিস্থাপিত হয়, এই ধাপগুলিকে একত্রে সিরি বলা হয়। কোনো অঞ্চলে উদ্ভিদ বসতি প্রারম্ভিক পর্যায়ে কিভাবে স্থাপিত হচ্ছে তার উপর ভিত্তি করে সিরি দু-রকমের হয়, হাইড্রোসিরি এবং জেরোসিরি । আমরা প্রথমে হাইড্রোসিরি সম্পর্কে জেনে নেবো। হাইড্রোসিরি (Hydrosere) • হাইড্রোসিরি কাকে বলে? (What is Hydrosere?)     উত্তর - যে ক্ষেত্রে প্রারম্ভিক পর্যায় এর উদ্ভিদ গুলি জলাশয়ে বসতি স্থাপন করে তাকে হাইড্রোসিরি বলে। হাইড্রোসিরি -এর ক্ষেত্রে পর্যায়ক্রমিকভাবে উদ্ভিদগোষ্ঠী জল থেকে স্থলে উঠে আসে। হাইড্রোসিরির সিরাল দশাগুলি (Seral stages) হলো —  1. ফাইটোপ্ল্যাংটন দশা 2. নিমজ্জিত উদ্ভিদ দশা 3. অর্ধনিমজ্জিত দশা 4. ভাসমান দশা 5. শর জল দশা 6. জলা তৃণভূমি দশা 7. আর্দ্র তৃণভূমি দশা...

শৈবালের বৈশিষ্ট্য (Characters of Algae) - Bigyanbook

Image
নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুক এ। এই আর্টিকেলে আমরা জানবো শৈবালের বৈশিষ্ট্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক বৈশিষ্ট্য গুলি। শৈবাল কী? (What is Algae?) সালোকসংশ্লেষকারী সমাঙ্গদেহী জলজ উদ্ভিদকে শৈবাল বলে। আরও দেখুন : সায়ানোফাইসি ও রোডোফাইসির পার্থক্য উদ্ভিদ বিজ্ঞানের যে বিশেষ শাখায় শৈবালের গঠন, জনন, জীবনচক্র, অর্থনৈতিক গুরুত্ব প্রভৃতি বিষয় সম্পর্কে আলোচনা করা হয় তাকে ফাইকোলজি ( Phycology ) বলে। আরও দেখুন : শৈবালের অর্থনৈতিক গুরুত্ব শৈবালের বৈশিষ্ট্য (Characters of Algae) 1. শৈবাল হলো সালোকসংশ্লেষকারী স্বভোজী থ্যালোফাইটিক উদ্ভিদ। 2. অধিকাংশ শৈবাল জলে (মিষ্টি বা লবণাক্ত) বসবাস করে। 3. শৈবালের থ্যালাস দেহ এককোশী থেকে বহুকোশী হতে পারে। 4. সায়ানোফাইসি ছাড়া সমস্ত শৈবাল ইউক্যারিওটিক। 5. শৈবালের সঞ্চিত খাদ্যবস্তু হলো স্টার্চ (ক্লোরোফাইসি -এর ক্ষেত্রে), তৈলবিন্দু, ল্যামিনারিন (ফিওফাইসি -এর ক্ষেত্রে) প্রভৃতি। 6. শৈবালের কোষপ্রাচীরের মুখ্য উপাদান হলো সেলুলোজ ও পেকটিন। ব্যাসিলেরিওফাইসি ডায়াটম -এর কোষপ্রাচীরে সিলিকন এবং রোডোফাইসিতে পলিসালফেট এস্টার থাকে। 7. সমস্ত শৈবালেই ক্লোরোফিল-a থাকে। এছাড...

সায়ানোফাইসি ও রোডোফাইসির পার্থক্য (Difference between Cyanophyceae and Rhodophyceae) - Bigyanbook

Image
নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুক এ। এই আর্টিকেলে আমরা জানবো সায়ানোফাইসি ও রোডোফাইসির পার্থক্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক পার্থক্যগুলি। আরও দেখুন : সায়ানোফাইসির সাধারণ বৈশিষ্ট্য সায়ানোফাইসি ও রোডোফাইসির পার্থক্য (Difference between Cyanophyceae and Rhodophyceae) 1. সায়ানোফাইসি : প্রোক্যারিওটিক, সুগঠিত নিউক্লিয়াস ও ক্রোমোজোম অনুপস্থিত।     রোডোফাইসি : ইউক্যারিওটিক, সুগঠিত নিউক্লিয়াস ও ক্রোমোজোম উপস্থিত।      2. সায়ানোফাইসি : দ্বি-একক আবরণী দ্বারা আবৃত কোষীয় অঙ্গানু যেমন, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে।       রোডোফাইসি : কোশে বিভিন্ন পর্দাবেষ্টিত কোষীয় অঙ্গানু উপস্থিত।       3. সায়ানোফাইসি : এদের রাইবোজোম 70S প্রকৃতির হয়।       রোডোফাইসি : এদের রাইবোজোম 80S প্রকৃতির হয়।        4. সায়ানোফাইসি : এদের কোষপ্রাচীর ব্যাটেরিয়ার মতো পেপটাইডোগ্লাইকান দিয়ে গঠিত।       রোডোফাইসি : এদের কোষপ্রাচীর সেলুলোজ ও পেকটিন দিয়ে গঠিত। 5. সায়ানোফাইসি : এদের সঞ্চিত খাদ্যব...

সবুজ সার হিসেবে ফার্নের ব্যবহার (Fern as green fertilizer) - Bigyanbook

Image
নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুক এ। এই আর্টিকেলে আমরা জানবো, সবুজ সার হিসেবে ফার্নের ব্যবহার। তাহলে চলুন দেখে নেওয়া যাক ব্যবহারগুলি। সবুজ সার হিসেবে ফার্নের ব্যবহার (Fern as green fertilizer) Azolla -র বিভিন্ন প্রজাতি সবুজ সার হিসেবে কৃষিজমিতে ব্যবহৃত হয়। এই প্রজাতির ফার্নের ফ্রন্ডের মধ্যে Anabaena azollae নামের সায়ানোব্যাক্টেরিয়া অন্তঃজীবী হিসেবে বসবাস করে। এই সায়ানোব্যাক্টেরিয়ার হেটারোসিস্টে নাইট্রোজিনেজ উৎসেচক সক্রিয় থাকার কারণে, এটি বায়ুমন্ডলের নাইট্রোজেন সংবন্ধন করে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়। দেখা গিয়েছে যে, ধানের ক্ষেতে Azolla -র ব্যাপক বৃদ্ধি 30%-80% পর্যন্ত উৎপাদন বাড়াতে সাহায্য করে। ধানের ক্ষেতে Azolla -র বৃদ্ধি জনিত যে সকল কারণে ফসল উৎপাদন বৃদ্ধি পায় সেগুলি হল, 1. Azolla -র বৃদ্ধি সূর্য রশ্মি কে জলাজমির গভীরে প্রবেশে বাধা দান করে এবং আগাছার বীজের অঙ্কুরোদগম প্রতিহত করে। 2. ধানের জমিতে জলের উপরিতলে Azolla -র সর জলের উষ্ণতা কিছুটা কমিয়ে রেখে আগাছার বীজের অঙ্কুরোদগম প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করে। 3. A. pinnata, A. rubra, A. cristata, A. nilotica প...