ব্যাপন ও অভিস্রবণ এর পার্থক্য

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানব ব্যাপন ও অভিস্রবণের মধ্যে পার্থক্য। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in


ব্যাপন ও অভিস্রবণ এর মধ্যে পার্থক্য

১) ব্যাপন : ব্যাপনের ক্ষেত্রে পর্দার উপস্থিতি আবশ্যিক নয়। এটি মুক্ত অবস্থায় অথবা পর্দার মাধ্যমেও হতে পারে।

    অভিস্রবণ : অভিস্রবণের ক্ষেত্রে, অভিস্রবণ অর্ধভেদ্য পর্দার মাধ্যমে ঘটে, মুক্ত অবস্থায় ঘটে না।


২) ব্যাপন : ব্যাপন প্রক্রিয়া, তরলে-তরলে বা অন্য দ্রব্যের মধ্যে ঘটে।

    অভিস্রবণ : অভিস্রবণ প্রক্রিয়া শুধুমাত্র তরলে-তরলে ঘটে।


৩) ব্যাপন : ব্যাপন প্রক্রিয়ায় দ্রাব্য এবং দ্রাবক বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায়।

     অভিস্রবণ : অভিস্রবণ প্রক্রিয়ায় শুধুমাত্র দ্রাবকের অণু দ্রাবকের বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায়।


৪) ব্যাপন : ব্যাপন প্রক্রিয়া বিষম প্রকৃতির দ্রবণের মধ্যে চলতে পারে।

     অভিস্রবণ : অভিস্রবণ প্রক্রিয়া, কেবলমাত্র সম বা সদ্ প্রকৃতির দ্রবণের ভিতর ঘটে।


এই হল ব্যাপন ও অভিস্রবণ এর পার্থক্য। কেমন লাগছে আপনার বিজ্ঞানভোগ করতে অবশ্যই জানান আপনার মন্তব্য লিখে নীচের কমেন্ট বক্সে। শেয়ার করুন এই পেজটি অন্যান্যদের সঙ্গে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। পড়তে থাকুন দেখতে থাকুন আমাদের অন্যান্য আর্টিকেলগুলিও। অসংখ্য ধন্যবাদ।।

Bigyanbook

Share your feedback! Share this post! Explore all posts. Thanks for reading. facebook youtube whatsapp email

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন