উদ্ভিদ ও প্রাণী কোশের সাইটোকাইনেসিস এর পার্থক্য

Text size:

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো উদ্ভিদ ও প্রাণী কোশের সাইটোকাইনেসিস এর পার্থক্য। তাহলে চলুন শুরু করা যাক।

উদ্ভিদ ও প্রাণী কোশের সাইটোকাইনেসিস এর পার্থক্য | Difference between Plant and Animal Cytokinesis

উদ্ভিদ ও প্রাণী কোশের সাইটোকাইনেসিস এর পার্থক্য

উদ্ভিদ সাইটোকাইনেসিস প্রাণী সাইটোকাইনেসিস
১) উদ্ভিদ কোশের সাইটোপ্লাজমিক বিভাজনকে উদ্ভিদ সাইটোকাইনেসিস বলে। ১) প্রাণী কোশের সাইটোপ্লাজমিক বিভাজনকে প্রাণী সাইটোকাইনেসিস বলে।
২) মাতৃকোশের মাঝবরাবর একটি কোশপাত গঠনের মাধ্যমে কোশ বিভাজন ঘটে। ২) মাতৃকোশের উভয়পাশে একটি ক্লিভেজ ফুরো গঠন হয় এবং কোশ বিভাজন ঘটে।
৩) বিভাজন কেন্দ্রমুখীভাবে ঘটে। অর্থাৎ, কোশপাত কেন্দ্র থেকে পরিধিতে চলে যায়। ৩) বিভাজন কেন্দ্রীভূত হয়। অর্থাৎ, ক্লিভেজ ফুরো পরিধি থেকে কেন্দ্রের দিকে বৃদ্ধি পায়।
৪) গলগি বস্তু থেকে ভেসিকলগুলি কোশের মাঝবরাবর কোশ প্রাচীরের উপাদান বহন করে। এবং একটি কোশপাত গঠিত হয় যা পরিধি থেকে কেন্দ্রের দিকে গমন করে। ৪) প্রাণী কোশে এমন কোনো ঘটনা ঘটে না।



কেমন লাগছে বিজ্ঞানবুক পড়তে ? জানান কমেন্ট করে, নীচে কমেন্ট বক্সে আপনার মতামত জানান। শেয়ার করুন এই আর্টিকেলটি! লাইক করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন