Text size:
নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো উদ্ভিদ ও প্রাণী কোশের সাইটোকাইনেসিস এর পার্থক্য। তাহলে চলুন শুরু করা যাক।

উদ্ভিদ ও প্রাণী কোশের সাইটোকাইনেসিস এর পার্থক্য
উদ্ভিদ সাইটোকাইনেসিস | প্রাণী সাইটোকাইনেসিস |
---|---|
১) উদ্ভিদ কোশের সাইটোপ্লাজমিক বিভাজনকে উদ্ভিদ সাইটোকাইনেসিস বলে। | ১) প্রাণী কোশের সাইটোপ্লাজমিক বিভাজনকে প্রাণী সাইটোকাইনেসিস বলে। |
২) মাতৃকোশের মাঝবরাবর একটি কোশপাত গঠনের মাধ্যমে কোশ বিভাজন ঘটে। | ২) মাতৃকোশের উভয়পাশে একটি ক্লিভেজ ফুরো গঠন হয় এবং কোশ বিভাজন ঘটে। |
৩) বিভাজন কেন্দ্রমুখীভাবে ঘটে। অর্থাৎ, কোশপাত কেন্দ্র থেকে পরিধিতে চলে যায়। | ৩) বিভাজন কেন্দ্রীভূত হয়। অর্থাৎ, ক্লিভেজ ফুরো পরিধি থেকে কেন্দ্রের দিকে বৃদ্ধি পায়। |
৪) গলগি বস্তু থেকে ভেসিকলগুলি কোশের মাঝবরাবর কোশ প্রাচীরের উপাদান বহন করে। এবং একটি কোশপাত গঠিত হয় যা পরিধি থেকে কেন্দ্রের দিকে গমন করে। | ৪) প্রাণী কোশে এমন কোনো ঘটনা ঘটে না। |
কেমন লাগছে বিজ্ঞানবুক পড়তে ? জানান কমেন্ট করে, নীচে কমেন্ট বক্সে আপনার মতামত জানান। শেয়ার করুন এই আর্টিকেলটি! লাইক করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ।