পরমাণুর গঠন (একাদশ শ্রেণী)

Text size:

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই পেজে আমরা জানবো একাদশ শ্রেণীর রসায়ন -এর পরমাণুর গঠন থেকে প্রশ্ন উত্তর। একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তর গুলি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in


======= মান = 1

১) বোর -এর পারমাণবিক মডেলে একটি ইলেকট্রনের সর্বনিম্ন কৌণিক ভরবেগ হতে পারে —

     a) h       b) 0    c) h/2π   d) h/π

উত্তর: (c) h/2π


২) হাইসেনবার্গ -এর অনিশ্চয়তা নীতিটি বিবৃত করো।

উত্তর: কোনো নির্দিষ্ট মুহূর্তে ইলেকট্রন বা ওই জাতীয় অতি ক্ষুদ্র গতিশীল কণার অবস্থান ও ভরবেগ একই সঙ্গে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়।


৩) নীচের কোন কোন অরবিটাল গুলি সম্ভব নয় ?

          1p , 2d , 3s , 3f

উত্তর: 1p , 2d , 3f অরবিটাল সম্ভব নয়।


৪) একটি 4f ইলেকট্রনের m -এর সম্ভাব্য মান গুলি লেখো।

উত্তর: 4f এর ক্ষেত্রে n=4 , l=3, m -এর সম্ভাব্য মান = +3, +2, +1, 0, -1, -2, -3


৫) রাদারফোর্ডের পারমাণবিক গঠনের একটি ত্রুটি উল্লেখ করো।

উত্তর: রাদারফোর্ডের পারমাণবিক মডেল অনুযায়ী পরমাণুর গঠন কখনো স্থায়ী হবে না।


৬) K+ আয়নের সম ইলেকট্রন বিশিষ্ট দুটি অ্যানায়নের সংকেত লেখো।

উত্তর: K+ আয়নের সম ইলেকট্রন বিশিষ্ট দুটি অ্যানায়ন হল Cl- আয়ন এবং S2- আয়ন।


৭) নিম্নলিখিত আয়ন গুলির কোনটি বোর -এর পারমাণবিক তত্ত্ব অমান্য করে ?

    He+ , Li2+ , B3+ , Be3+

উত্তর: B3+ আয়নটি 2-ইলেকট্রন সিস্টেম হওয়ায় বোরের পারমাণবিক তত্ত্ব অমান্য করে।


৮) পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত হুন্ড -এর সূত্রটি লেখো।

উত্তর: সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি যতক্ষণ পর্যন্ত খালি থাকবে ততক্ষণ ইলেকট্রন গুলি এককভাবে ওই কক্ষক গুলি দখল করবে এবং প্রত্যেকের ঘূর্ণন একই দিকে হবে।


৯) সালফাইড আয়নের ইলেকট্রন বিন্যাস লেখো।

উত্তর: সালফাইড আয়ন (S2-) -এর ইলেকট্রন বিন্যাস : 1s²2s²2p⁶3s²3p⁶


১০) পাউলির অপবর্জন নীতিটি বিবৃত করো।

উত্তর: কোনো একটি পরমাণুর যেকোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা n, l, m ও s -এর মান কখনো একই হতে পারে না।


১১) রাদারফোর্ড এবং বোরের পারমাণবিক তত্ত্বের মধ্যে কোনটির সাহায্যে হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালী ব্যাখ্যা করা যায় ?

উত্তর: বোর -এর পারমাণবিক তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালী ব্যাখ্যা করা যায়।


আরও প্রশ্ন উত্তর যুক্ত করা হবে, ওয়েবসাইট চেক করতে থাকুন।

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন