নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই পেজে আমরা জানবো একাদশ শ্রেণীর রসায়ন -এর পরমাণুর গঠন থেকে প্রশ্ন উত্তর। একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তর গুলি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করা যাক।

======= মান = 1
১) বোর -এর পারমাণবিক মডেলে একটি ইলেকট্রনের সর্বনিম্ন কৌণিক ভরবেগ হতে পারে —
a) h b) 0 c) h/2π d) h/π
উত্তর: (c) h/2π
২) হাইসেনবার্গ -এর অনিশ্চয়তা নীতিটি বিবৃত করো।
উত্তর: কোনো নির্দিষ্ট মুহূর্তে ইলেকট্রন বা ওই জাতীয় অতি ক্ষুদ্র গতিশীল কণার অবস্থান ও ভরবেগ একই সঙ্গে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়।
৩) নীচের কোন কোন অরবিটাল গুলি সম্ভব নয় ?
1p , 2d , 3s , 3f
উত্তর: 1p , 2d , 3f অরবিটাল সম্ভব নয়।
৪) একটি 4f ইলেকট্রনের m -এর সম্ভাব্য মান গুলি লেখো।
উত্তর: 4f এর ক্ষেত্রে n=4 , l=3, m -এর সম্ভাব্য মান = +3, +2, +1, 0, -1, -2, -3
৫) রাদারফোর্ডের পারমাণবিক গঠনের একটি ত্রুটি উল্লেখ করো।
উত্তর: রাদারফোর্ডের পারমাণবিক মডেল অনুযায়ী পরমাণুর গঠন কখনো স্থায়ী হবে না।
৬) K+ আয়নের সম ইলেকট্রন বিশিষ্ট দুটি অ্যানায়নের সংকেত লেখো।
উত্তর: K+ আয়নের সম ইলেকট্রন বিশিষ্ট দুটি অ্যানায়ন হল Cl- আয়ন এবং S2- আয়ন।
৭) নিম্নলিখিত আয়ন গুলির কোনটি বোর -এর পারমাণবিক তত্ত্ব অমান্য করে ?
He+ , Li2+ , B3+ , Be3+
উত্তর: B3+ আয়নটি 2-ইলেকট্রন সিস্টেম হওয়ায় বোরের পারমাণবিক তত্ত্ব অমান্য করে।
৮) পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত হুন্ড -এর সূত্রটি লেখো।
উত্তর: সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি যতক্ষণ পর্যন্ত খালি থাকবে ততক্ষণ ইলেকট্রন গুলি এককভাবে ওই কক্ষক গুলি দখল করবে এবং প্রত্যেকের ঘূর্ণন একই দিকে হবে।
৯) সালফাইড আয়নের ইলেকট্রন বিন্যাস লেখো।
উত্তর: সালফাইড আয়ন (S2-) -এর ইলেকট্রন বিন্যাস : 1s²2s²2p⁶3s²3p⁶
১০) পাউলির অপবর্জন নীতিটি বিবৃত করো।
উত্তর: কোনো একটি পরমাণুর যেকোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা n, l, m ও s -এর মান কখনো একই হতে পারে না।
১১) রাদারফোর্ড এবং বোরের পারমাণবিক তত্ত্বের মধ্যে কোনটির সাহায্যে হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালী ব্যাখ্যা করা যায় ?
উত্তর: বোর -এর পারমাণবিক তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালী ব্যাখ্যা করা যায়।
আরও প্রশ্ন উত্তর যুক্ত করা হবে, ওয়েবসাইট চেক করতে থাকুন।