নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো পাউলির অপবর্জন নীতি কী সেই সম্পর্কে। তাহলে চলুন চটপট জেনে নিই পাউলির অপবর্জন নীতি সম্পর্কে।
পাউলির অপবর্জন নীতি
কোন একটি পরমাণুর যেকোনো শক্তি স্তরে কোন দুইটি ইলেকট্রনের চারটি বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার (n, l, ml, ms) একই মান হতে পারে না।
অন্যভাবে বললে পাউলির অপবর্জন নীতি হলো, কোনো পরমাণুতে কোনো একটি নির্দিষ্ট অবস্থায় একটি মাত্র ইলেকট্রন থাকতে পারে।
পাউলির অপবর্জন নীতি অনুযায়ী আরো জানা যায় যে, যেকোনো একটি কক্ষকে দুটি ইলেকট্রন অবস্থিত থাকতে পারে। এই দুটি ইলেকট্রনের n, l, ml এর মান একই হতে পারে, কিন্তু s এর মান বিভিন্ন হবে।
কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন অথবা কোন প্রশ্ন উত্তর থাকলে অবশ্যই জানাবেন। যদি ইউটিউব চ্যানেল বিজ্ঞান বুকের সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি ইউটিউবে গিয়ে বিজ্ঞান বুক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ যদি ফলো না করে থাকেন তাহলে ফেসবুকে গিয়ে ফেসবুক পেজ ফলো করুন। এছাড়াও আপনি বিজ্ঞান বুকের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।