মৌলিক অধিকার - ভারতীয় সংবিধান

Text size:

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো Indian Polity থেকে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কি কি সে সম্পর্কে। এছাড়াও আছে বেশ কিছু তথ্য। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in | মৌলিক অধিকার | ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কি কি | মৌলিক অধিকার থেকে প্রশ্ন উত্তর | মৌলিক অধিকার wbcs | মৌলিক অধিকার ভারতীয় সংবিধান | মৌলিক অধিকার কতগুলি


মৌলিক অধিকার

১. সাম্যের অধিকার

• আইনের দৃষ্টিতে সবাই সমান এবং আইন সকলকে সমানভাবে রক্ষা করবে।

• জাতি, ধর্ম, বর্ণ, নারী-পুরুষ, জন্মস্থান প্রভৃতি কারণে রাষ্ট্র কোনো নাগরিকের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করবে না। 

• সরকারি চাকরির ক্ষেত্রে যোগ্যতা অনুসারে সকলের সমান অধিকার থাকবে।

• অস্পৃশ্যতার বিলোপসাধনের কথা ঘোষণা করা এবং অস্পৃশ্যতা-আচরণ নিষিদ্ধ করা হয়েছে।

• উপাধি গ্রহণ ও ব্যবহারের ওপর বাধানিষেধ আরোপ করা হয়েছে।


২. স্বাধীনতার অধিকার

• বাক্‌স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার।

• শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। 

• সংঘ ও সমিতি গঠনের অধিকার।

• ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার।

• ভারতের যে-কোনো স্থানে স্বাধীনভাবে বসবাস করার অধিকার।

• যে-কোনো জীবিকার, পেশার বা ব্যাবসাবাণিজ্যের অধিকার।

• আইন অমান্য করার কারণে অভিযুক্তকে কেবল প্রচলিত আইন অনুসারে শাস্তি দেওয়া যাবে

• একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না।

• কোনো অভিযুক্তকে আদালতে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না।

• জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার।

• যুক্তিসংগত কারণ ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে না এবং আটক ব্যক্তিকে আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।


৩. শোষণের বিরুদ্ধে অধিকার 

• কোনো ব্যক্তিকে ক্রয়বিক্রয় করা বা বেগার খাটানো যাবে না।

• চোদ্দো বছরের কমবয়স্ক শিশুদের খনি, কারখানা বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না।


৪. ধর্মীয় স্বাধীনতার অধিকার

• প্রত্যেক ব্যক্তির বিবেকের স্বাধীনতা এবং ধর্মপালন ও প্রচারের স্বাধীনতা আছে।

• প্রতিটি ধর্মীয় সম্প্রদায় ধর্মপ্রচারের স্বার্থে সংস্থা স্থাপন এবং সম্পত্তি অর্জন করতে পারবে।

• কোনো বিশেষ ধর্ম প্রসারের জন্য কোনো ব্যক্তিকে করদানে বাধ্য করা যাবে না।

• সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না এবং সরকারের দ্বারা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না ।


৫. সংস্কৃতি ও শিক্ষাবিষয়ক অধিকার

• সব শ্রেণির নাগরিক নিজস্ব ভাষা, লিপি ও সংস্কৃতির বিকাশ ও সংরক্ষণ করতে পারবে।

• রাষ্ট্র পরিচালিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষালাভের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে ধর্ম, জাত বা ভাষার অজুহাতে বঞ্চিত করা যাবে না।

• ধর্ম অথবা ভাষাভিত্তিক সংখ্যালঘু সম্প্রদায়গুলি নিজেদের পছন্দমতো শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবে।


৬. শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার

• মৌলিক অধিকারগুলিকে বলবৎ ও কার্যকর করার জন্য নাগরিকেরা সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের কাছে আবেদন করতে পারবে।



প্রশ্ন উত্তর তথ্য

• মৌলিক অধিকার কত নং ধারার অন্তর্গত?

মৌলিক অধিকারগুলি সংবিধানের তৃতীয় অংশে অন্তর্ভুক্ত করা হয়েছে (ধারা 12-35)।


• সংবিধানের তৃতীয় অংশকে কি নামে বর্ণিত করা হয়েছে?

সংবিধানের তৃতীয় অংশকে ভারতের ম্যাগনা কার্টা হিসাবে বর্ণনা করা হয়েছে।


• সংবিধানে কতগুলি মৌলিক অধিকার উল্লেখিত আছে?

ভারতীয় সংবিধানে ছয়টি মৌলিক অধিকার আছে।


• তথ্য ১ : 

আগে মূলত সংবিধানে সম্পত্তির অধিকারও অন্তর্ভুক্ত ছিল (অনুচ্ছেদ 31)। কিন্তু, এটি 44 তম সংশোধনী আইন, 1978 দ্বারা মৌলিক অধিকারের তালিকা থেকে মুছে ফেলা হয়েছিল।

• তথ্য ২ : 

সংবিধানের XII অংশে 300-A অনুচ্ছেদের অধীনে সম্পত্তির অধিকারকে একটি আইনি অধিকার করা হয়েছে।

• মৌলিক অধিকার লঙ্ঘনকারী আইনের বিধান :—

 ভারতীয় সংবিধানের 13 নং অনুচ্ছেদে উল্লেখ আছে, যে সমস্ত আইন যেগুলি মৌলিক অধিকারগুলির সাথে অসঙ্গতিপূর্ণ বা অবমাননা করে সেগুলি বাতিল করা হবে।

• তথ্য ৩ :

মৌলিক অধিকার অবমাননা করে এমন আইন বাতিল করার এই ক্ষমতা সুপ্রিম কোর্ট (অনুচ্ছেদ 32) এবং উচ্চ আদালত (ধারা 226) -কে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মৌলিক কর্তব্য - ভারতীয় সংবিধান{alertSuccess}

কেমন লাগছে বিজ্ঞান বুক পড়তে অবশ্যই জানাতে ভুলবেন না নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে। সাবস্ক্রাইব করুন আমাদেরকে ইউটিউবে, লাইক করুন আমাদের ফেসবুক পেজ, জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল বিভিন্ন নতুন নতুন পোস্টের আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই এই আর্টিকেলটি ভালো লাগলে এটিকে শেয়ার করে দেবেন।

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন