ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল: চ্যানেল দেখুন »

শৈবাল ও ছত্রাকের পার্থক্য

Text size:
শৈবাল ও ছত্রাকের পার্থক্য

শৈবাল ও ছত্রাকের পার্থক্য

পার্থক্যের বিষয়: 1. অবস্থান, 2. আলোক, 3. পুষ্টি, 4. কোশপ্রাচীর, 5. সঞ্চিত খাদ্য, 6. রঞ্জক, 7. প্যারেনকাইমা, 8. দশা।

শৈবাল ছত্রাক
1. বেশিরভাগ জলজ এবং কতিপয় স্থলজ। 1. বেশিরভাগ স্থলজ এবং কতিপয় জলজ।
2. আলোকের উপস্থিতিতে ভালো জন্মায়। 2. আলোকের অনুপস্থিতিতে ভালো জন্মায়।
3. স্বভোজী। 3. পরভোজী।
4. সেলুলোজ দ্বারা গঠিত। 4. কাইটিন দ্বারা গঠিত।
5. শ্বেতসার। 5. গ্লাইকোজেন।
6. ক্লোরোফিল ও অন্যান্য আনুষঙ্গিক রঞ্জক থাকে। 6. ক্লোরোফিল ও অন্যান্য আনুষঙ্গিক রঞ্জক থাকে না।
7. বহুকোশী শৈবাল দেহে প্যারেনকাইমা কলা থাকে। 7. বহুকোশী ছত্রাক দেহে প্যারেনকাইমা কলা প্রকৃত নয়।
8. মনোক্যারিওটিক ও ডাইক্যারিওটিক দশা থাকে না। 8. মনোক্যারিওটিক ও ডাইক্যারিওটিক দশা থাকে।

শৈবাল কাকে বলে ?

উত্তর: ক্লোরোফিল যুক্ত, আদি নিউক্লিয়াস বা আদর্শ নিউক্লিয়াসযুক্ত, স্বভোজী পুষ্টি সম্পন্নকারী, সমাঙ্গদেহী, সরল প্রকৃতির উদ্ভিদদের শৈবাল বলে।


ছত্রাক কাকে বলে ?

উত্তর: ক্লোরোফিল বিহীন, ইউক্যারিওটিক, রেনু উৎপাদনকারী সমাঙ্গদেহী উদ্ভিদ যাদের মধ্যে পরভোজী পুষ্টি লক্ষ্য করা যায় তাদের ছত্রাক বলে।

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন