নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের পার্থক্য। তাহলে চলুন শুরু করা যাক।
![]() |
ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের পার্থক্য |
ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের পার্থক্য
ব্যক্তবীজী | গুপ্তবীজী |
---|---|
1. সাধারণত বীরুৎ জাতীয় হয় না, এরা প্রধানত বৃক্ষজাতীয় হয়। | 1. বীরুৎজাতীয় হয়। |
2. সাধারণত বহুবর্ষজীবী প্রকৃতির। | 2. একবর্ষজীবী, দ্বিবর্ষজীবী অথবা বহুবর্ষজীবী প্রকৃতির হতে পারে। |
3. একলিঙ্গ প্রকৃতির এবং এরা মনোসিয়াস (monoecious) অথবা ডায়োসিয়াস (dioecious) প্রকৃতির হতে পারে। | 3. একলিঙ্গ এবং উভলিঙ্গ প্রকৃতির হতে পারে এবং এরা মনোসিয়াস অথবা ডায়োসিয়াস প্রকৃতির হতে পারে। |
4. অঙ্গজ জনন বিরল। | 4. অঙ্গজ জনন খুবই সাধারণ ঘটনা। |
5. পরাগ যোগ প্রক্রিয়া প্রধানত বায়ু দ্বারা সম্পন্ন হয় অর্থাৎ এরা বায়ু পরাগী। | 5. পরাগ যোগ বায়ু, পতঙ্গ, জল, প্রাণী প্রভৃতির দ্বারা সম্পন্ন হয়। |
6. জনন অঙ্গে সৌন্দর্যবর্ধক অঙ্গ যেমন বৃতি, দলমন্ডল প্রভৃতি উপস্থিত থাকে না। | 6. জননাঙ্গে বৃতি, দলমন্ডল প্রভৃতি সৌন্দর্য বর্ধক অঙ্গ উপস্থিত থাকে। |
7. ডিম্বক উন্মুক্ত অবস্থায় থাকে এবং গর্ভপত্র দ্বারা আবৃত থাকে না। | 7. ডিম্বক উন্মুক্ত অবস্থায় থাকে না, গর্ভপত্র দ্বারা আবৃত থাকে। |
8. পুংলিঙ্গধর উদ্ভিদের প্রোথ্যালিয়াল কোশ উপস্থিত থাকে। | 8. পুংলিঙ্গধর উদ্ভিদে প্রোথ্যালিয়াল কোষ উপস্থিত থাকে না। |
9. পরাগ যোগ এর সময় পরাগরেণু সরাসরি ডিম্বকের মাইক্রোপাইল প্রান্তে এসে পড়ে। | 9. পরাগ যোগ এর সময় পরাগরেণু গর্ভমুণ্ডে আপতিত হয় এবং অঙ্কুরিত হয়ে পরাগনালিকা সৃষ্টি করে। এই পরাগনালিকা গর্ভদন্ডের মধ্য দিয়ে অগ্রসর হয়। |
10. স্ত্রীধানী বা আর্কিগোনিয়াম স্ত্রীলিঙ্গধর উদ্ভিদে উপস্থিত। | 10. স্ত্রীধানী বা আর্কিগোনিয়াম স্ত্রীলিঙ্গধর উদ্ভিদে গঠিত হয় না। |
11. সস্যকলা নিষেকের পূর্বে গঠিত হয়। | 11. সস্যকলা নিষেকের পর গঠিত হয়। |
12. সস্যকলা হ্যাপ্লয়েড (n) প্রকৃতির হয়। | 12. সস্যকলা ট্রিপ্লয়েড (3n) প্রকৃতির হয়। |
13. দ্বিনিষেক ঘটে না। | 13. দ্বিনিষেক ঘটে। |
14. ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না। | 14. ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে। |
15. ক্লিভেজ পলিএমব্রায়োনি ব্যক্তবীজী উদ্ভিদের এমব্রায়োজেনেসিস এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। | 15. ক্লিভেজ পলিএমব্রায়োনি লক্ষ্য করা যায় না। |
16. জাইলেম এ ট্রাকিয়া অনুপস্থিত। | 16. জাইলেম এ ট্রাকিয়া উপস্থিত। |
কেমন লাগছে বিজ্ঞানবুক পড়তে? অবশ্যই জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। আপনি কি Bigyanbook এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তাহলে এক্ষুনি ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করুন বিজ্ঞানবুক এর ইউটিউব চ্যানেল। ফলো করুন বিজ্ঞানবুক -কে ফেসবুকে। শেয়ার করুন এই আর্টিকেলটি অন্যান্যদের সাথে। পড়তে থাকুন বিজ্ঞানবুক। ধন্যবাদ।।