নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো লাইকেন এর অর্থনৈতিক গুরুত্ব। তাহলে চলুন শুরু করা যাক।
![]() |
লাইকেনের অর্থনৈতিক গুরুত্ব |
লাইকেন কি ?
উত্তর: শৈবাল ও ছত্রাকের মিথোজীবী সমন্বয়ে গঠিত বিশেষ প্রকৃতির সমাঙ্গদেহী উদ্ভিদকে লাইকেন বলে।
লাইকেনের অর্থনৈতিক গুরুত্ব
A. লাইকেনের উপকারী ভূমিকা :
1) খাদ্য হিসেবে:
আইসল্যান্ড ও অন্যান্য উপমেরু অঞ্চলের মানুষেরা Cetraria islandica নামের লাইকেনকে খাদ্য হিসেবে গ্রহণ করে। জাপানে স্যালাডের মধ্যেও লাইকেন দেয়া হয়।
2) গবাদি পশুর খাদ্য হিসেবে লাইকেন এর ব্যবহার:
মেরু অঞ্চলে গবাদিপশু, বল্গা হরিণ, কস্তুরী মৃগ প্রভৃতি পশু Cladonia rangifernia নামের লাইকেন ভক্ষণ করে।
3) ওষুধ হিসেবে:
Lobaria pulmonaria ফুসফুসের রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। Peltigeria cannia জলাতঙ্ক রোগের ওষুধ হিসেবে বিশেষ কার্যকরী।
4) উদ্ভিদ রোগ নিরাময়ে:
লাইকেন থেকে প্রাপ্ত সোডিয়াম উসনেট টমেটোর ক্যাংকার রোগ এবং লিকানোরিক অ্যাসিড তামাকের মোজাইক রোগ নিরাময়ে ব্যবহৃত হয়।
5) লিটমাস প্রস্তুতিতে:
রসায়নগারে লিটমাস কাগজ এসিড বা ক্ষার নির্ণয় ব্যবহৃত হয়। Roccella montaignei থেকে নির্গত রাসায়নিক উপাদান এই লিটমাস কাগজ তৈরিতে ব্যবহৃত হয়।
6) রঞ্জক শিল্পে:
Roccella, Parmelia প্রভৃতি লাইকেন থেকে অরচিল পেস্ট পাওয়া যায় যা পশম ও তন্তুজ বস্তুকে রঞ্জিত করতে ব্যবহৃত হয়।
7) সুগন্ধি উৎপাদন:
Evernia, Parmelia প্রভৃতি লাইকেন থেকে যে অত্যাবশ্যক উদ্বায়ী তেল পাওয়া যায় তার ধূপ ও মূল্যবান সুগন্ধি উৎপাদনে ব্যবহৃত হয়।
8) নাইট্রোজেন সংবন্ধন:
লাইকেনের Nostoc জাতীয় শৈবাল উপাদান নাইট্রোজেন সংবন্ধন এ সহায়তা করে।
9) রাসায়নিক পদার্থ উৎপাদন:
লেকানোরিক অ্যাসিড (Lecanoric acid), উসনিক অ্যাসিড (Usnic acid), জিওরিন (Zeorin), বেনজাইল এসটার (Benzyle ester) প্রভৃতি মূল্যবান জৈব যৌগগুলি লাইকেন থেকে পাওয়া যায়।
10) দূষণ নির্দেশক হিসেবে:
কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড প্রভৃতি বায়ু দূষক এর উপস্থিতিতে লাইকেন বিবর্ণ হয়ে যায় ও বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমে যায়। তাই লাইকেনকে দূষণের সূচক রূপে ব্যবহার করা হয়।
11) মৃত্তিকা গঠন:
পাথরের ওপর উৎপন্ন লাইকেন ধীরে ধীরে পাথরকে চূর্ণ করে শিলাকে মৃত্তিকায় রূপান্তরিত করতে সহায়তা করে।
12) ট্যানিং:
Lobaria pulmonaria ও Cetraria islandica থেকে প্রাপ্ত নির্যাস ট্যানারি শিল্পে চামড়া ট্যান করতে ব্যবহৃত হয়।
B. লাইকেনের অপকারী ভূমিকা :
1) রোগ সৃষ্টিকারী লাইকেন:
Evernia, Usnea প্রভৃতি লাইকেন চর্মরোগ, অ্যালার্জি ও হাঁপানি রোগ সৃষ্টি করে।
2) দাবানল:
Usnea জাতীয় লাইকেন একটি গাছ থেকে অন্য গাছের মাথা অবধি বিস্তৃত থাকে। দাবানল হলে ওই লাইকেন এর মাধ্যমে এক গাছ থেকে অন্য গাছে আগুন ছড়িয়ে যায়।
1) দাবানল ছড়াতে সাহায্যকারী লাইকেনের নাম কী ?
উত্তর: Usnea ।
2) লাইকেন কি কি রাসায়নিক পদার্থ উৎপাদন করে ?
উত্তর: উসনিক অ্যাসিড, জিওরিন, বেনজাইল এসটার ইত্যাদি।
3) লিটমাস প্রস্তুতিতে কোন লাইকেন ব্যবহৃত হয় ?
উত্তর: Roccella montaignei ।
4) খাদ্য হিসেবে কোন লাইকেন ব্যবহৃত হয় ?
উত্তর: Cetraria islandica ।
5) ফাইলিডিয়া কী ?
উত্তর: ফোলিওজ লাইকেনের দেহে পাতার মতো অঙ্গজ জনন অঙ্গ কে ফাইলিডিয়া বলে।
6) অ্যাসকোগোনিয়াম কী ?
উত্তর: লাইকেনের বহুকোষী স্ত্রী জননাঙ্গ কে অ্যাসকোগোনিয়াম বলে।
কেমন লাগছে বিজ্ঞানবুক পড়তে? অবশ্যই জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। আপনি কি Bigyanbook এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তাহলে এক্ষুনি ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করুন বিজ্ঞানবুক এর ইউটিউব চ্যানেল। ফলো করুন বিজ্ঞানবুক -কে ফেসবুকে। শেয়ার করুন এই আর্টিকেলটি অন্যান্যদের সাথে। পড়তে থাকুন বিজ্ঞানবুক। ধন্যবাদ।।