একমাত্রিক, দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক গতি কাকে বলে ?

Text size: Text size slider

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি ও ত্রিমাত্রিক গতি কাকে বলে সেই সম্পর্কে। তাহলে চলুন দেখে নেওয়া যাক।

www.bigyanbook.co.in
একমাত্রিক, দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক গতি


একমাত্রিক গতি কাকে বলে ?

উত্তর: যে গতি একটি সরলরেখায় সীমাবদ্ধ তাকে একমাত্রিক গতি বা সরলরৈখিক গতি বলা হয়।

একমাত্রিক গতির উদাহরণ

- সোজা রাস্তা বরাবর চলা কোনো গাড়ির গতি এবং কোনো বন্দুক থেকে ছোড়া গুলির গতি।


দ্বিমাত্রিক গতি কাকে বলে ?

উত্তর: যে গতি একটি সমতলে সীমাবদ্ধ তাকে দ্বিমাত্রিক গতি বা সামতলিক গতি বলা হয়।

দ্বিমাত্রিক গতির উদাহরণ

- কোনো আবর্ত গতি, প্রাসের গতি, গ্ৰহ উপগ্রহের গতি।


ত্রিমাত্রিক গতি কাকে বলে ?

উত্তর: যে গতি কোনো সমতলে সীমাবদ্ধ নয় তাকে ত্রিমাত্রিক গতি বলা হয়।

ত্রিমাত্রিক গতির উদাহরণ 

- কোনো কণার স্পাইরাল (spiral) গতি, কোনো বিমানের (Aeroplane) গতি।


এবার আমরা আরো কিছু তথ্য জানবো, তাহলে চলুন দেখে নেওয়া যাক।

স্থিতি কাকে বলে ?

উত্তর: সময় পরিবর্তনের সাথে সাথে যদি কোনো বস্তু স্থান পরিবর্তন না করে, তবে তাকে স্থির বস্তু বলা হয় এবং তার অবস্থাকে স্থিতি বলা হয়।

উদাহরণ - গাছপালা, ঘরবাড়ি, রাস্তাঘাট।


গতি কাকে বলে ?

উত্তর: সময় পরিবর্তনের সাথে সাথে যদি কোনো বস্তু স্থান পরিবর্তন করে, তবে তাকে গতিশীল বস্তু বলা হয়। 

অর্থাৎ, সময়ের সঙ্গে অবস্থানের পরিবর্তনই হলো বস্তুর গতি।

উদাহরণ - চলন্ত ট্রেন, চলন্ত বাস, সূর্যের চারদিকে আবর্তনরত পৃথিবী ইত্যাদি গতিশীল।


নির্দেশতন্ত্র কাকে বলে ? (What is reference frame ?)

উত্তর: কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় পারিপার্শ্বিক অন্য কোনো বস্তু বা বস্তু সামগ্রীর সাপেক্ষে, এই অন্য বস্তু বা বস্তু সামগ্রীকে নির্দেশতন্ত্র বলা হয়।


তিনটি নির্দেশতন্ত্রের নাম লেখো।

উত্তর: তিনটি উল্লেখযোগ্য নির্দেশতন্ত্র হলো, কার্টেজীয় নির্দেশতন্ত্র, পোলার নির্দেশতন্ত্র এবং গোলীয় নির্দেশতন্ত্র।


গতি দ্বিমাত্রিক হলে ত্বরণ একমাত্রিক হতে পারে কি ?

উত্তর: কোনো বস্তুর গতি দ্বিমাত্রিক হলে ত্বরণ একমাত্রিক হতে পারে।

একটি বস্তুকে কোনো উঁচু স্থান থেকে অনুভূমিক দিকে অর্থাৎ ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরাল ভাবে ছুড়ে দেওয়া হলো। এখন অভিকর্ষ বলের ক্রিয়ায় বস্তুটির গতিতে যে ত্বরণের সৃষ্টি হয় সেই ত্বরণের অভিমুখ উলম্বভাবে নিম্নমুখী। অভিকর্ষ বল বস্তুটির অনুভূমিক বেগকে প্রভাবিত করতে পারে না। সুতরাং, অনুভূমিক দিকে বস্তুটির একটি প্রাথমিক বেগ থাকার জন্য এটি অনুভুমিক অভিমুখে চলে আর অভিকর্ষ বলের প্রভাবে এটি উলম্ব ভাবে নীচের দিকে নামে। ফলে বস্তুটির গতি দ্বিমাত্রিক হয়। কিন্তু বস্তুটির ত্বরণ সর্বদা উলম্বভাবে নিম্নমুখী অর্থাৎ অনুভূমিক দিকে বস্তুটির কোনো ত্বরণ নেই। ফলে বস্তুটির ত্বরণ একমাত্রিক।

তাই গতি দ্বিমাত্রিক হলেও ত্বরণ একমাত্রিক হতে পারে।


উত্তাল সমুদ্রে জাহাজের গতি কটি মাত্রা বিশিষ্ট ?

উত্তর: উত্তাল সমুদ্রে জাহাজের গতি তিনটি মাত্রা বিশিষ্ট।


পৃথিবীর চারিদিকে কৃত্রিম উপগ্রহের গতি হলো _____ গতি।

উত্তর: দ্বিমাত্রিক। পৃথিবীর চারিদিকে কৃত্রিম উপগ্রহের গতি হলো দ্বিমাত্রিক গতির উদাহরণ।


কেমন লাগছে বিজ্ঞানবুক পড়তে? অবশ্যই জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। আপনি কি Bigyanbook এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তাহলে এক্ষুনি ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করুন বিজ্ঞানবুক এর ইউটিউব চ্যানেল। ফলো করুন বিজ্ঞানবুক -কে ফেসবুকে। শেয়ার করুন এই আর্টিকেলটি অন্যান্যদের সাথে। পড়তে থাকুন বিজ্ঞানবুক। ধন্যবাদ।।



Last Updated: April 24, 2025
Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

Post a Comment (0)
Previous Post Next Post