জীব ও জড়ের পার্থক্য কী কী?

জীব ও জড়ের পার্থক্য জীব জড় 1. জীবের নির্দিষ্ট আকার এবং আয়তন আছে। 1. জড়ের নির্দিষ্ট আকার এবং আয়তন থাকে না। 2. প্রত্যেক জীবদেহ প্রোটোপ্লাজম সমন্বিত এক অথবা একাধিক কোষ দিয়ে গঠিত হয়। 2. জড়ের কোনো প্রোটোপ্লাজম সংগঠন থাকে না। 3. জীব উত্তেজনায় সাড়া দেয়। 3. জড় উত্তেজনায় সাড়া দেয় না। 4. জীবের বিভিন্ন কাজের মধ্যে একটি ছন্দোবদ্ধতা লক্ষ করা যায়। 4. জড়ের কোনো ছন্দোবদ্ধতা দেখা যায় না। 5. জীবের বৃদ্ধি আছে। 5. জড়ের বৃদ্ধি নেই। 6. প্রত্যেক জীবদেহে বিপাক ক্রিয়া সম্পন্ন হয়। 6. জড়ের বিপাকক্রিয়া পরিলক্ষিত হয় না। 7. জীবের চলন এবং গমন দেখা যায়। 7. জড়ের চলন ও গমন দেখা যায় না। 8. জীব অপত্য সৃষ্টি করে বংশবিস্তার করে। 8. জড় বংশবিস্তার করে না। 9. জীবের পরিব্যাপ্তি ঘটে। 9. জড়ের পরিব্যক্তি ঘটে না। 10. জীবের বিবর্তন তথা অভিব্যক্তি ঘটে। 10. জড়ের বিবর্তন দেখা যায় না। 11. জীবের অভিযোজন ক্ষমতা আছে।...